দিগন্তে ফুটে চাঁদের হাসি; রূপালী ঝলমল নীলাকাশের
জ্যোৎস্না তারা ।
শ্রমের ফসলে ভরে মাঠ, কৃষানের চোখে মুখে আনন্দভরা,
জীবন সংগ্রামে কেটে যায় কষ্টের দিন | কভু, –
-সংসারে সুখ আসে, ঘুচে দুর্দিন |
শ্রমজীবী মানুষের জীবন বসতি, বহু বস্তি নির্ভর;
-শহুরে যান্ত্রিক জীবন, ভাসমান প্রবালের মতোন
সাগর সৈকতে, যেমন জমে বালুকার স্তর !
ব্যতিব্যস্ত জনপদে মানুষের দিবারাত কোলাহল –
গ্রামের সুন্দর শৈশব, সোনালী দিন ফেলে
গোধূলি সন্ধ্যায় দেখি, জীবন বৈচিত্র্যে; সাগর
শৈবালের সূর্যাস্ত;- অস্তাচল |
বসন্তে ঝরে সবুজ পাতা, প্রকৃতি বিরহে –
খর-উত্তাপে; চৌচির এ মাটির ফাটল |
ভালোবাসার প্রগাঢ় উত্তাপে গড়ায় অশ্রুজল,
দুর্যোগে, জীবন-যুদ্ধে গড়াগড়ি খায় সাগরের
নোনাজল । বুকে বাঁধে সবে মনের বল |
কখনও কঠোর শ্রমের ফসলে, ঐশ্বর্য-সম্পদে
ভরে যায় গৃহাঙ্গন !
অপূর্ব সৃষ্টি রহস্যে ভরা পৃথিবী, স্রষ্টার দানে,
শতো গুণগানে, যেন কাটে সবার সৎজীবন
আত্মসুখে যেন – স্রষ্টায় সদা করি মোরা স্মরণ ।
খুলনা গেজেট/ টি আই