খুলনা, বাংলাদেশ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহীবাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত অন্তত ১২
  আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব

শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পূনর্মিলনী

ফুলবাড়িগেট প্রতিনিধি

শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী শাখার উদ্যোগে ৮ আগষ্ট শনিবার সকাল ৭ টায় মহানগরীর একটি মিলনায়তনে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

সংগঠনের খুলনা মহানগরী সভাপতি খান গোলাম রসুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা এড. জাহাঙ্গির আলম, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম, আঃ সত্তার, দবিরউদ্দিন, আনিছুর রহমান, মোকলেসুর রহমান, বদরুল রশিদ, আবুল হোসেন, সোহরাব হোসেন প্রমুখ ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বন্ধকৃত জুট মিলের শ্রমিকরা ঈদের বোনাস না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এ ছাড়া ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলের শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপারে গত ২৬ জুলাই ত্রিপক্ষীয় সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের জনপ্রতি ৬ হাজার টাকা না দেয়াতেও ক্ষোভ প্রকাশ করা হয়। এছাড়া অতিদ্রুত খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!