প্রচন্ড রদ্দুর ষাটোর্ধ মজদুর
মনোবল দুর্দান্ত
ভাঙ্গা চোয়াল পোড়া মুখ-কোঠরাগত দু’চোখ
দেহখানি বিধ্বস্ত।।
কৃশকায় ঘামে ভেজা-মাথায় ইটের বোঝা
হেটে চলে প্রকম্পিত
শততলা ইমারত-পথঘাট মেরামত
খনন কাজে নিয়োজিত ।।
জীবনের সব ঢেলে-দেশটাকে তিলেতিলে
করেছে শিল্পোন্নত
খনি বন্দর ব্রীজ-মিল ইন্ডাসট্রিজ
সবখানে খেটে ক্লান্ত ।।
ক্ষুধার্ত তার উদার-জীবন মানবেতর
ভয়হীন সে মৃত্যুতে
সে যেন রোবট ক্রেন-কার্গো জাহাজ ট্রেন
শুন্যে উঠায় দু’হাতে ।।
সাথে হাতুড়ি হামার-শ্রমিক মজুর আর
বন্দুক হাতে সৈন্য
দু’জনই মরতে রাজি-রেখেছে জীবন বাজি
দেশ ও জাতির জন্য।।
শ্রমজীবি জনতার-বঞ্চিত অধিকার
অচিরেই দাও ফিরিয়ে
নয়তো প্রহার গুণো-ক্রোধের আগুন যেন
তখত না দেয় জ্বালিয়ে ।।
খুলনা গেজেট / এমএম