যে দিনটি চলে যাচ্ছে তা ছিল (১৯ আগস্ট) বিশ্ব মানবিক দিবস। ২০০৯ সাল থেকে এই দিনটি শ্রদ্ধার সাথে পালন করছে সারা বিশ্ব। বিশ্ব মানবতার সেবায় যারা প্রাণ হারিয়েছেন বা হতাহতের শিকার হয়েছেন তাদের সম্মান প্রদর্শনের লক্ষ্যে এই দিবসের ঘোষণা দেয় জাতিসংঘ।
২০০৩ সালে ব্রাজিলের জাতিসংঘের কূটনীতিক সেরগিও ভিয়েরা দ মেলো ও তার ২১ সহকর্মী ইরাকের বাগদাদে যুদ্ধবিধ্বস্ত মানুষের সেবার উদ্দেশ্য যান। কিন্তু সেখানে বোমা হামলায় মৃত্যু হয় তাদের সকলের। পরবর্তীতে বিশ্বব্যাপী মানবতার সৈনিকদের সম্মান প্রদর্শন ও আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে ২০০৮ সালের ডিসেম্বর মাসের এ/৬৩/এল.৪৯ নম্বর সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ এই দিনটির ঘোষণা দেয়।
বিশ্ব মহামারি করোনা পরিস্থিতির মাঝে মানবিক সাহায্যকর্মীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে আজকের দিন পালন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এছাড়াও সংস্থাটি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মানবতার নায়কদের গল্প তুলে ধরে একটি প্রেস রিলিজ করেছে।
কভিড-১৯ মোকাবেলায় সকল স্বাস্থ্যকর্মী ও ত্রাণকর্মীর মানবিক কাজের প্রশংসা দিনটিকে যেন অধিক গ্রহণযোগ্য ও দৃঢ় আস্থার জায়গা করে তুলেছে।
খুলনা গেজেট / এমএম