সাতক্ষীরার শ্যামনগর থানার পুলিশ এক অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনা ১৩ টি মারাঠী জাতের ছাগল উদ্ধার করেছে। শনিবার ভোরের দিকে সুন্দরবন সংলগ্ন কালিঞ্চী গ্রামের আব্দুল কাদেরের বাড়ি থেকে পুলিশ এই ছাগল গুলো উদ্ধার করে। এ সময়ে চোরাচালানীর অভিযোগে আব্দুল কাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) খবির হোসেনের নেতৃত্বে পুলিশ ভোরে সুন্দরবন সংলগ্ন কালিঞ্চী গ্রামে অভিযান চালিয়ে আব্দুল কাদেরের বাড়ি থেকে ভারতের মারাঠী জাতের ১৩ টি ছাগল উদ্ধার করে। অবৈধভাবে ভারত থেকে এই ছাগল গুলো পাচার করে বাংলাদেশে আনা হয়। এ ঘটনায় পুলিশ আব্দুল কাদের নামের এক পাচারকারীকে হাতেনাতে আটক করে। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারের মুল হোতা আব্দুল্লাহ তরফদার পালিয়ে যায়। আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে সুন্দরবনে বনদস্যু কাজে জড়িত ছিল। এ ঘটনায় শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একটি সংঘবদ্ধ পাচারকারীর দল সুন্দরবনের ভেতর দিয়ে ভারতীয় ছাগল পাচার করছে এমন গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১৩ টি মূল্যবান মারাঠী জাতের ছাগল আটক করে। আটক ছাগল গুলোর মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানান তিনি।
খুলনা গেজেট/এনএম