খুলনা, বাংলাদেশ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ইরানে ভয়াবহ বিস্ফোরণে আহত বেড়ে ৫৬১, জরুরি অবস্থা জারি
  ছাত্রদের নতুন রাজনৈতিক দলেই যোগ দিতে হবে, এমন কোন বাধ্যবাধকতা নেই: উপদেষ্টা আসিফ মাহমুদ

শ্যামনগর উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগর উপকূলে নদী রক্ষা বেড়িবাঁধে বিপজ্জনক ফাটল দেখা দিয়েছে। উপজেলার হরিনগর ইউনিয়নের সিংহরতলি গ্রামের চুনকুড়ি নদীর বেড়িবাঁধে হঠাৎ করে এই ফাটল দেখা দেয়। পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে হঠাৎ করে ফাটল তৈরি হওয়ায় এলাকায় বসবাসকারী জনসাধারণের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ ১ এর আওতাধীন হরিনগর ইউনিয়নের সিংহরতলী এলাকায় চুলকুনি নদীর ভেড়িবাঁধে প্রায় ৩০/৩৫ মিটার এলাকা জুড়ে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। হঠাৎ করে উপকূল রক্ষা বেড়িবাঁধে ফাটল দেখা দেওয়ায় নদী পাড়ে বসবাসকারী মানুষজন চিন্তিত হয়ে পড়েছেন। জরুরী ভিত্তিতে বাঁধ মেরামত করা না হলে চুনকুড়ি নদীর প্রবল স্রোতে বাঁধ ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়তে পারে।

এদিকে উপকূল রক্ষা বেড়িবাঁধ ফাটলের খবর শুনে শনিবার (২৬ এপ্রিল) সকালে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: রনী খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার (এসও) প্রিন্সি রেজা সিংহরতলী এলাকায় ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেন। এসময় মুন্সিগঞ্জ ইউনিয়নের জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এলাকাবাসীরা জানান, ফাটল দেখে তারা ভয় পেয়ে যান এবং দ্রুত পানি উন্নয়ন বোর্ডকে অবগত করেন। তারা কাজ শুরু করে দিয়েছেন। বাসিন্দারা আশা করছেন, সংস্কারের কাজ তাড়াতাড়ি শেষ হবে।

বেড়িবাঁধের ফাটল এলাকা পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার রনী খাতুন বলেন, ভয় পাওয়ার কোন কারণ নেই। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে থাকা এসওকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। তারা ভোর থেকে কাজ শুরু করে দিয়েছে। দ্রুত সমাধান হয়ে যাবে। তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে বাঁধ সংস্কারের কাজে সহযোগিতা করার আহ্বান জানান।

পানি উন্নয়ন বোর্ডের এসও প্রিন্স রেজা বলেন, চুনকুড়ি নদীর বেড়িবাঁধ ভাঙ্গনের খবর গ্রামবাসীর কাছ থেকে জানতে পেরে ভোর সেখানে গিয়ে দেখি প্রায় ৩০/৩৫ মিটার এলাকা জুড়ে বাঁধে ফাটল দেখা দিয়েছে। ভাঙন রক্ষার্থে কাজ শুরু করা হয়েছে। খুব দ্রুতই সমাধান হয়ে যাবে।

খুলনা গেজেট/জেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!