খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

শ্যামনগরে ৯ ইউপির ৬টিতে আ’লীগের বিদ্রোহী

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

আগমী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তবে ৯টি ইউনিয়নের মধ্যে ৬ টিতেই আওয়ামীলীগ দলীয় প্রার্থীর বিরুদ্ধে ৭জন বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

নির্বাচনে জাতীয় পার্টি, ইসলামী শাষনতন্ত্র আন্দোলনের প্রার্থীসহ জামায়াত ও বিএনপির কয়েকজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। উপকূলবর্তী এ উপজেলার বাকি ৩টি ইউপিতে পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছে ৮জন। এই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌক প্রতীকে নির্বাচন অংশ নিচ্ছে ইউনিয়ন আ’লীগের সভাপতি শমসের আলী ঢালী। দলীয় মনোনয়ন না পাওয়ায় জেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, বর্তমান চেয়ারম্যান আ’লীগ নেতা আব্দুর রউফ, আব্দুল জব্বার পিয়াদা, অবসরপ্রাপ্ত শিক্ষক পরিতোষ হালদার স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন।

এদিকে উপজেলার আটুলিয়া ও নুরনগর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে একই দলের আব্দুস সাত্তার মেম্বর ও মিরালী মোল্যা নামের দুই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ দুই ইউনিয়নে প্রার্থী হয়েছেন মোট ১৪ জন।

অপরদিকে কৈখালী ইউনিয়নে ৮ জন প্রার্থী নিবাচনে প্রতিদ্বন্দ্বীতা করলেও ইউনিয়ন আ’ লীগের সদস্য শাহাজান সিরাজ নৌকার প্রার্থী রেজাউল করিমের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। একই সাথে উপজেলার ৬ নং রমজাননগরে মোট ৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। ইউনিয়নটিতে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী শাহানুর আলমের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আল মামুন।

এছাড়া উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নে মোট ৮জন চেয়ারম্যান পদে নির্বাচন করছেন বলে জানা গেছে। এখানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান এসএম আতাউর রহমানের বিরুদ্ধে দলীয় মনোননয়ন বঞ্চিত ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এসএম নুরুজ্জামান বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

অপরদিকে বুড়িগোয়ালীনি ইউনিয়নে ৪ জন, মুন্সিগঞ্জ ইউনিয়নে ৬জন ও গাবুরা ইউনিয়নে ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে এই তিন ইউনিয়নে আ’লীগের প্রার্থীর বিরুদ্ধে কোন বিদ্রোহী নেই।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!