খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

শ্যামনগরে ভূমিহীনদের উপর হামলা ও উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সৈয়দালীপুর এলাকার শহিদ শেখ রাসেল ভূমিহীন পল্লীতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে শতশত ভূক্তভোগি ভূমিহীন। হামলাকারি ভমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভূমিহীনদের খাস জমি ফেরত দেয়ার দাবিতে বুধবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শ্যামনগর উপজেলা পরিষদ চত্তরে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শ্যামনগর উপজেলা ভূমি অফিসের আওতাধীন নুরনগর ও নকিপুর তপশীলদারের অধীনে সৈয়দালীপুর, ভবানিপুর, মানিকপুর, কল্যাণপুর ও বাদঘাটা মৌজার ৩৮ একর ৫৪ শতক জমি পিউ ৯৮/৭২ এর ১৫১ এইচ ধারা মোতাবেক শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) বাংলাদেশ সরকারের অনুকূলে খাস করেন। পরবর্তীতে ওই জমি ২০০৪ সালের ১৭ মার্চ ৩৮টি অসহায় দরিদ্র ভূমিহীন পরিবারের মাঝে ইজারা দিয়ে দখল প্রদান করেন। সেই থেকে ভূমিহীনরা উক্ত খাস জমিতে ঘর-বাড়ি, রান্না ঘর, গোয়ালঘর, একটি পাঞ্জেগানা মসজিদ নির্মাণ করে ও কিছু অংশ জমিতে মৎস ঘের করে শান্তিপূর্নভাবে ভোগ দখল করে আসছিল।

জমির মধ্যে সৈয়দালীপুর মৌজার বি, এস- ১৪৬, ১৪৯ এর এস,এ ৭২, ৭৩, ৭৪, দাগে ২৯ একর ২৮ শতক জমি রয়েছে। এনিয়ে এলাকার চিহিৃত ভূমিদস্যু বাধঘাটা গ্রামের মৃত এলাই বক্স গাজীর ছেলে আলহাজ্ব আব্দুল গফুর ওরফে গুলি গফুর ও তার ছেলে আলমগীর হোসেন একাধিক আদালতে মামলা করে হেরে যায়। এরপর তারা পেশি শক্তির বলে ওই সরকারি খাস সম্পত্তি জরদখলের পায়তারা শুরু করে।

বক্তারা আরো বলেন, আদালতের রায় পক্ষে নিয়ে শহিদ শেখ রাসেল ভূমিহীন পল্লীতে ৩৮টি দরিদ্র ভূমিহীন পরিবার শান্তিপূর্নভাবে বসবাস করতে থাকেন। কিন্তু আব্দুল গফুর এর হুকুমে তার ছেলে আলমগীর হোসেন, বাধঘাটা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জুলফিকার, সৈয়দালীপুর গ্রামের দেড়ো মোহাম্মাদ গাজীর ছেলে আতাউর রহমানের নেতৃত্বে গত ৯ ফেব্রুয়ারি বেলা ২টার দিকে ৪০/৫০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহিদ শেখ রাসেল ভূমিহীন পল্লীতে বসবাসকারি সৈয়দালীপুর মৌজাধীন ২৮টি ভূমিহীন পরিবারের বাড়িঘরে হামলা চালিয়ে তাদেরকে তাড়িয়ে দেয়। এসময় তারা ভূমিহীনদের ঘরবাড়ি ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেয়। হামলাকালে সেখানে অবস্থিত পাঞ্জেগানা মসজিদটিও ভেঙে গুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। ঘটনার পর থেকে উচ্ছেদের শিকার ২৮টি ভূমিহীন পরিবার মানবতার জীবন যাপন করছে। তারা শ্যামনগর উপজেলার সৈয়দালীপুর এলাকার শহিদ শেখ রাসেল ভূমিহীন পল্লীতে হামলাকারি ভমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভূমিহীনদের খাস জমি ফেরত দেয়ার দাবি জানান। একই সাথে সেখানে ভূমিহীনদের শান্তিপূর্ণ বসবাসের পরিবেশ সৃষ্টি করতে স্থানীয় প্রশাসন, সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কৃর্তপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শহিদ শেখ রাসেল ভূমিহীন পল্লীর আত্তাফ হোসেন, আলী হোসেন, অজিয়ার রহমান, শাহজাহান আলী, অজিয়ার রহমান, আবু সাইদ, মোঃ আব্বাস আলী, মমতাজ বেগম, রমেছা খাতুন প্রমূখ।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!