সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংগঠন ড্রীম এর সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে বাঁধা প্রদানের প্রতিবাদে ও দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালীতে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ড্রীম এর সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ হায়দার আলী, শহর আলী গাজী, মোঃ আবু হাসান, বনজীবী নারী উন্নয়ন সংগঠন এর শেফালী খাতুন, ফাতেমা খাতুন, নুর ইসলাম, সোমা পারভীন, অপর্ণা রাণী প্রমূখ।
বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ড্রীম ২০০৫ সাল থেকে উপকূলীয় অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে নিয়োজিত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ডিসেম্বর মাসে ড্রীমের উদ্যোগে তাদের নিজস্ব জমিতে চ্যারিটেবল হাসপাতাল ও সুপেয় খাবার পানির প্লান্ট এর ভিত্তি প্রস্তর স্থাপন করে। কিন্তু স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহল তাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে এবং ড্রীম এর সমাজসেবা মূলক কাজকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে হয়রানিমূলক মিথ্যে মামলা দায়ের করেছে। বক্তারা দায়েরকৃত মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান।
খুলনা গেজেট/ টি আই