সাতক্ষীরা শ্যামনগরে এক ইউপি সদস্যেকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে সাতটার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মুনসুর সরদারের গ্যারজ নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। মূমুর্ষ অবস্থায় ওই ইউপি সদস্যকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে ইউপি সদস্য হরিদাস হালদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা চেষ্টার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় স্থানীয় মুনসুর সরদারের গ্যারেজ মোড়ে মানববন্ধন ও পরে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মুন্সিগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য ধানখালি গ্রামের গৌরপদ হালদারের ছেলে হরিদাস হালদার (৩৪) জানান, রোববার রাত সাড়ে সাতটার দিকে তিনি মুনসুর সরদারের গ্যারেজে জাহাঙ্গীরের দোকানের সামনে উত্তর কদমতলা গ্রামের কণক মণ্ডলের সঙ্গে গল্প করার একপর্যায়ে আকবর আলী পাড়ের নেতৃত্বে তার ভাই হোসেন আলী পাড়, ভাইপো রিপন পাড়, সম্রাট পাড়, হাসান পাড়, আল আমিন, শরিফুল ইসলাম ও মথুরাপুর গ্রামের মিয়ারাজসহ কয়েকজন তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা তাকে পিছন দিক থেকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা জানান, ইউপি সদস্য হরিদাস হালদারের উপর পূর্ব পরিকল্পিত হামলার ঘটনায় সোমবার সকাল ১০টায় মুনসুর সরদারের গ্যারেজ মোড়ে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শ্যামনগর থানার উপপরিদর্শক কবীর হোসেন জানান, এ ঘটনায় হরিদাস হালদার বাদী হয়ে আকবর আলী পাড়সহ ১১ জনের নাম উল্লেখ করে সোমবার থানায় একটি এজাহার দাখিল করেছেন। সোমবার দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
খুলনা গেজেট/ টি আই