‘জীববৈচিত্র্য সুরক্ষায় আমরা সহযাত্রী’ প্রতিপাদ্যকে ধারণ করে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র দিবস ২০২১ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মে) সকাল ১০টায় শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের আকাশনীলা ইকোট্যুরিজম সেন্টারের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের বারসিকের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও উপজলো জনসংগঠন সমন্বয় কেন্দ্র যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।
উপজলো জনসংগঠন সমন্বয় কেন্দ্রের সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা মননজয় মন্ডলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সিডিও ইয়ুথ টিমের সাধারণ সম্পাদ হাফিজুর রহমান, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, কৃষক নেতা শেখ সিরাজুল ইসলাম, বনজীবী সেলিনা বেগম প্রমূখ।
এতে বক্তারা প্রাণবৈচিত্র্য সংরক্ষণের আহবান জানিয়ে বলেন, উপকূলীয় প্রাণবৈচিত্র্য রক্ষায় টেকসই বেড়িবাঁধের বিকল্প নেই। বাসযোগ্য পৃথিবী গড়তে প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হবে। রক্ষা করতে হবে জীববৈচিত্র্য। প্রাকৃতিক ভারসাম্যের সাথে খাদ্য নিরাপত্তার যোগসূত্র রয়েছে। উলেখ করে বক্তারা বলেন, এজন্য প্রাণবৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে আমাদেরকে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে হবে।
খুলনা গেজেট/কেএম