সাতক্ষীরার শ্যামনগরে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা গ্রামে এঘটনা ঘটে।
নিহতের নাম উদয় কুমার বৈদ্য (৫৫)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা গ্রামের মৃত হাজরা বৈদ্যের ছেলে।
বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম জানান, উদয় কুমার বৈদ্য বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান। বাঁশ কাটার সময় অসাবধানবশতঃ রাস্তার উপরে বয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে হাতের স্পর্শ ঘটলে বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় উদয় বৈদ্য।
শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
খুলনা গেজেট/এএজে