সাতক্ষীরার শ্যামনগরে ব্যাটারিচালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে চালক আরাফাত ইসলাম (১৬) নিহত হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা সাইক্লোন শেল্টার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ভ্যান চালক আরাফাত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামের হাফিজুর গাজীর ছেলে।
আরাফাতের চাচতো ভাই তরিকুল ইসলাম জানান, আরাফাতের পিতা হাফিজুর গাজী কয়েকদিন আগে ধান কাটতে বাইরে যাওয়ার পর থেকে আরাফাত তার বাবার ভ্যান চালিয়ে সংসার চালায়। প্রতিদিনের ন্যায় রোববার বিকালে সে ভ্যান চালাতে গিয়ে পাখিমারা সাইক্লোন শেল্টার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এনএম