যশোরে জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে দেবর ও শ্বশুড়ের হামলায় এক গৃহবধু এবং তার শিশু সন্তান মিরাজ (১৩) আহত হয়েছে। একই সাথে তারা গৃহবধুর শ্লীলতাহানীও ঘটায়। এ ঘটনায় আদালতের নির্দেশে শনিবার কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। ঘটনাটি যশোর সদর উপজেলার বসুন্দিয়া খাঁনপাড়া গ্রামে। মামলায় অভিযুক্তরা হচ্ছে, ওই গ্রামের মজিদ খাঁনের ছেলে দেবর আনিস খাঁন, মফিজ খাঁন ও এলাদত খানের ছেলে শ্বশুর মজিদ খাঁন।
সদর উপজেলার বসুন্দিয়া খাঁনপাড়ার মানিক খানের স্ত্রী নিলিমা খাতুন বাদী হয়ে দায়েরকৃত মামলায় বলেছেন, দেবর ও শ^শুরের সাথে জমি তার এবং তার স্বামীর সাথে বিরোধ চলছিল। গত ২৭ জুলাই সকালে নিলিমা গোয়াল ঘর হতে গরু বের করার সময় আনিস খাঁন ঘরের সামনে এসে গালিগালাজ করে। নিলিমা খাতুন প্রতিবাদ করলে তাকে মজিদ খাঁনের হুকুমে আনিস খাঁন ও মফিজ খান বেধড়ক মারপিট করে। মাকে ঠেকাতে শিশু ছেলে মিরাজ খাঁন (১৩) এগিয়ে এলে তাকেও মারপিট করা হয়। গুরুতর আহত নিলিমা খাতুনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আদালতে অভিযোগ দায়ের করলে আদালতের নির্দেশে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মামলাটি নথিভূক্ত করেন।
খুলনা গেজেট / এমএম