পচিঁশ বছর পড়ে থাকা হত্যা মামলাটির দ্রুত বিচার শেষ করে যশোরের শহীদ সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুলের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
বুধবার (৩০ আগস্ট) ২৫তম হত্যাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব যশোরের আয়োজনে আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ এ দাবি জানান। এরআগে সকালে সাংবাদিকরা কালোব্যাজ ধারণ করে বেজপাড়া চারখাম্বারমোড়ের মরহুমের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
সেখানে প্রেসক্লাব যশোর , যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে), সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, গ্রামের কাগজ, দৈনিক স্পন্দন, দৈনিক রানার, রাতদিন নিউজসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শহীদ সাংবাদিক মুকুলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত আলোচনা সভা থেকে এ হত্যাকান্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, আইনি জটিলতার কারণে সাংবাদিক মুকুল খুনের বিচার হচ্ছে না। ২৫ বছর যাবৎ মামলার কার্যক্রম বাক্সবন্দি হয়ে রয়েছে। অবিলম্বে সকল জটিলতা কাটিয়ে দ্রুত বিচারের মাধ্যমে মুকুলের খুনীদের ফাঁসির মঞ্চে দাড় করানোর দাবি জানান সাংবাদিকরা।
প্রেসক্লাব যশোরের আলোচনা ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। পরে সাংবাদিক ইউনিয়ন যশোর অনুরূপ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি আকরামুজ্জামান। সাধারণ সম্পাদক এসএম ফরহাদের সঞ্চালনায় আলোচনা করেন প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ৩০ আগস্ট দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন যশোরের দৈনিক রানারের তৎকালীন সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল।
খুলনা গেজেট/কেডি