খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

শোক ও শ্রদ্ধায় খুলনায় ভাষা সৈনিকদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক

অমর একুশের চেতনা বাঙালি জাতিকে চিরদিন বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়ানোর প্রত্যয়ে খুলনায় বিভিন্ন কর্মসূচিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। বুধবার (২১ ফেব্রুারি) দিবসের প্রথম প্রহরে নগরীর শহীদ হাদিস পার্কের শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, খুলনা সিটি মেয়র, জেলা ও মহানগর আওয়ামী লীগ, খুলনা বিভাগীয় প্রশাসন, কেএমপি কমিশনার, ডিআইজি খুলনা রেঞ্জ, খুলনা জেলা প্রশাসন, জেলা ও মহানগর বিএনপি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিএমএ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, সিপিবি, বাসদ, জাসদ, জেএসডি, খুলনা প্রেসক্লাব, খুলনা রিপোর্টাস ইউনিটি (কেআরইউ),  খুলনা সাংবাদিক ইউনিয়ন, শ্রমিক সংগঠন সমুহ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

সকালে নগরীতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশজীবী সংগঠন প্রভাত ফেরী, আলোচনা সভার আয়োজন করে। চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অমর একুশে বইমেলাও আজ নতুন রূপ নিয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়েও নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!