খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
  ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে জনসংযোগ কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির
  ২০২৪ সা‌লে দে‌শে দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত, আহত ১৩ হাজার ১৯০ জন : যাত্রী কল্যাণ সমিতি

শোকাবহ আগস্টে সদর থানা আ’লীগের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

শোকাবহ আগষ্টকে সামনে রেখে বর্ধিত সভা করেছে খুলনা সদর থানা আওয়ামী লীগ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় শোকাবহ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচীর সিদ্ধান্ত নেয়া হয়।

কর্মসূচীর মধ্যে ১৩ আগস্ট রক্তদান কর্মসূচী, ১৪ আগস্ট দলীয় কার্যালয়ে শোক সভা ও দোয়া এবং ২৪ আগস্ট আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি শহীদ এ্যাড. মঞ্জুরুল ইমামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া ০৯ আগস্ট ২৮নং ওয়ার্ড, ১২ আগস্ট ২৩নং ওয়ার্ড, ১৯ আগস্ট ২৭নং ওয়ার্ড, ২০ আগস্ট ২৯নং ওয়ার্ড, ২৬ আগস্ট ৩০নং ওয়ার্ড এবং ২৭ আগস্ট ৩১নং ওয়ার্ডের উদ্যোগে শোকাবহ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কামরুল ইসলাম বাবলু, রনজিত কুমার ঘোষ, এ্যাড. শামীম আহমেদ পলাশ, আব্দুল হাই পলাশ, বাদল সরদার বাবুল, ফেরদৌস হোসেন লাবু, এ্যাড. মো. ফারুক হোসেন, শেখ এশারুল হক, এ্যাড. শামীম মোশাররফ, আতাউর রহমান শিকদার রাজু, নজরুল ইসলাম, ওহিদুল ইসলাম পলাশ, মো. শিহাব উদ্দিন, মো. ফয়েজুল ইসলাম টিটো, মো. সেলিম মুন্সি, জহিরুল ইসলাম, গাজী মোশাররফ, আলী আহসান টিটো, আওয়াল হোসেন ছোটন, নজরুল ইসলাম, বিপ্লব সাহা লব, জব্বার আলী হীরা, মাহমুদুর রহমান রাজেস, ওমর কামালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!