খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ বলেছেন, যার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না এবং আজও আমরা পাকিস্তানের দাসত্বের নিগড়ে আবদ্ধ থাকতাম, ইতিহাসের মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি দুনিয়ার নির্যাতিত-নিপীড়িত মানুষের শ্রেষ্ঠবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা এই আগস্ট মাসে হারিয়েছি। শোকাবহ আগস্টের সেই কালরাতে ঘাতকের নির্মম বুলেটে প্রাণ হারিয়েছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ জাতির পিতার পরিবারের অন্যান্য সদস্যগণ-তাদের সকলকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি। শোকাবহ আগষ্টে আমাদের মাসব্যাপি কর্মসূচির আজ যাত্রাশুরু।
বৃহস্পতিবার (০১ আগস্ট ) বিকাল ৪টায় দলীয় কার্যালয় হতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোকাবহ আগস্ট উপলক্ষে মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, পরিচালনায় এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এ্যাড: কাজী বাদশা মিয়া, এ্যাড মজিবর রহমান, এ্যাড:রবিন্দ্রনাথ মন্ডল, বিএমএ সালাম, সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু , কামরুজ্জামান জামাল জামাল, এ্যাড ফরিদ আহমেদ,জোবায়ের আহমেদ খান জবা, সরদার আবু সালেহ, এ্যাড: নব কুমার চক্রবর্তী, রাহুল অধিকারী, কাজী শামীম আহসান, মোজাফফর মোল্যা, রকিবুল ইসলাম লাবু, খায়রুল আলম, সাঈয়েদুজ্জামান সম্রাট, অসিত বরন বিশ্বাস, মনিরুল ইসলাম , জাহাঙ্গীর হোসেন মুকুল, জামিল খান,ফ ম সালাম,শিউলি সরোয়ার, রবার্ট নিক্সন ঘোষ, বুলু রায় গাঙ্গুলি, অমিয় অধিকারী, রূপসা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সর্দার আবুল কাশেম ডাবলু, চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, শেখ মো: আবু হানিফ, ইঞ্জি: মাহফুজুর রহমান সোহাগ, হাজী সাইফুল ইসলাম, আজিজুর রহমান রাসেল, আহমেদ ফিরোজ ইব্রাহীম তন্ময়, হোসনেয়ারা চম্পা, নাজনীন নাহার কনা, ,মানিকউজ্জামান অশোক, ইঞ্জি: বরকত হোসেন, এ্যাড: সেলিনা আকতার পিয়া, মনোয়ারা খাতুন শিউলী , দেব দুলাল বাড়ই বাপী, আরাফাত হোসেন পল্টু, সরদার জাকির হোসেন, মুসফিকুর রহমান সাগর, মিজানুর রহমান বাবু, পারভেজ হাওলাদার, মো: ইমরান হোসাইন , বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন শিমু, রুপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা রুনা, মো. জলিল তালুকদার, ইউপি চেয়ারম্যান ওবায়দুল্লাহ শেখ, এসএম ফরিদ রানা, শেখ রেজাউল করিম রেজা, আরাফাত হোসেন মিয়া, অভিজিত রায় অভি, মো. আমিরুল ইসলাম বাবু, মো: মারুফ হোসাইন, বাধন হালদার, পলাশ রায়, সাইফুল ইসলাম সাইফ প্রমুখ।
যুবলীগের মিছিল ও সমাবেশ
অপরদিকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হওযার খবর শোনার পরপরই শঙ্খ মার্কেট দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে খুলনা জেলা যুবলীগ। জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জি. মাহফুজুর রহমান সোহাগের পরিচালনায় মিছিল পূর্ব সমাবেশে ও মিছিলে উপস্থিত ছিলেন। যুবলীগ নেতা মো. জলিল তালুকদার, আরাফাত হোসেন পল্টু, এস এম মুশফিকুর রহমান সাগর, মো. হারুন আর রশিদ, বিধান রায়, রাফেল বাবু, মো. পারভেজ হাওলাদার, মো. ইমরান হোসেন ইমু, মো. তরিকুল ইসলাম সুমন, শেখ রেজাউল করিম রেজা, গিয়াসউদ্দিন মিঠু, শামিম হাসান, কবির আহমেদ মনা, মো. আমিনুল ইসলাম মনির, জামাল ফকির, আরাফাত হোসেন সানি, মাহমুদুল হাসান গালিব, আরাফাত হোসেন মিয়া, অভিজিত রায় অভি, মো. আমিরুল ইসলাম বাবু, মো. আমিনুল ইসলাম শাওন, মোর্শেদ রিয়াদ প্রমুখ।
খুলনা গেজেট/কেডি