খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে যাত্রী আটক, বিমান জব্দ
বর্ধিত সভায় শোকাবহ আগস্টের কর্মসূচি গ্রহন

‘শোককে শক্তিতে পরিণত করে শত্রুর বিরুদ্ধে রুখে দাড়ানোর মাস আগস্ট’

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আ’লীগ সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আগস্ট মাস জাতীয় শোকের মাস। শোককে শক্তিতে পরিণত করে শত্রুর বিরুদ্ধে রুখে দাড়ানোর মাস আগস্ট। মহান মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঘর ঘোছানোর কাজে যখন আত্মনিয়োগ করে ঠিক তখনই আমাদের প্রিয় নেতাকে ৭৫-এর ১৫ আগস্ট স্বপরিবারে হত্যা করে শত্র“পক্ষ। বাঙালিকে মাথা উঁচু করে দাড়াতে দিবেনা বলেই শত্র“রা তারা সেদিন শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, হত্যা করেছিল বাঙালির রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকেও। বাঙালির হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র আর উন্নয়ন একই সিড়িতে সমান্তরাল ভাবে চলছে। আগামী প্রজন্মের স্বার্থে এই ধারাকে অব্যাহত রাখতে হবে। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত নগর আ’লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তৃতা করেন, নগর আ’লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
নগর আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- মল্লিক আবিদ হোসেন কবীর, এ্যাড. আইয়ূব আলী শেখ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, এ্যাড. খন্দকার মজিবর রহমান, মো. জাহাঙ্গীর হোসেন খান, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, প্যানেল মেয়র আলী আকবর টিপু, কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, এসএম আসাদুজ্জামান রাসেল, শেখ আবিদ উল্লাহ, মোঃ নুর ইসলাম, শেখ জাহিদ হোসেন, চ. ম. মুজিবর রহমান, জাহিদুল হক, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, মাহাবুবুল আলম বাবলু মোল্যা, ফেরদৌস হোসেন লাবু, এ্যাড. শেখ ফারুক হোসেন, জিয়াউল ইসলাম মন্টু, হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, জাকির হোসেন হাওলাদার, মো. মোতালেব মিয়া, সরদার আব্দুল হালিম, শেখ মো. রুহুল আমিন, এমরানুল হক বাবু, ওয়াহিদুজ্জামান পলাশ, ফয়েজুল ইসলাম টিটো, আতাউর রহমান শিকদার রাজু, আলহাজ্ব শেখ এশারুল হক, মোঃ শিহাব উদ্দিন ও মোঃ নজরুল ইসলাম।

করোনা মহামারীর কারনে জাতীয় শোকের মাসে সীমিত আকারে কর্মসূচি গ্রহণ করা হয়। ১ আগস্ট ঈদুল আযহার নামাজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হবে। ৫ আগস্ট শেখ কামালের এবং ৮ আগস্ট শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিবের জন্মদিন উপলক্ষে কোরান খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা, ১১ আগস্ট এসএম এ রবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকালে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সকালে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালোপতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান করা হবে। সকল ইউনিট অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হবে। একই সাথে প্রত্যেক ওয়ার্ডের মসজিদে মসজিদে কোরান খতম, দোয়া মাহফিল এবং বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবসে বিকালে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ২৪ আগস্ট নারী নেত্রী আইভি রহমানের মৃত্যুদিবসে বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল, ২৫ আগস্ট মহানগর আ’লীগের সাবেক সভাপতি এ্যাড. মঞ্জুরুল ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকালে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল এবং সকালে ১৬নং ওয়ার্ডের উদ্যোগে মুন্সি বাড়ি মসজিদে দোয়া মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হবে। ৬ সেপ্টেম্বর কামরুল ইসলাম কুটুর মৃত্যু দিবসে বিকালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই সাথে ২৯নং ওয়ার্ড নিজস্ব উদ্যোগে কর্মসূচি গ্রহণ করবে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!