খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

শৈলকূপায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৬

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-দল গ্রামবাসির মধ্যে সংঘর্ষের সময় বল্লমের আঘাতে সুফিয়া খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার ৬নং সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ভাটবাড়িয়া গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী। এ সময় আরো ৬ জন আহত হয়েছে।

এলাকাবাসী সুত্র থেকে জানা যায়, দীর্ঘ দিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ৬নং সারুটিয়া ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান মামুন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুলফিকার কায়সার টিপুর মধ্যে বিরোধ চলে আসছে। ঘটনা সাথে জড়িত সন্দেহে পুলিশ ৩ জনকে আটক করেছে।

এ বিরোধের জের ধরে ভাটবাড়িয়া গ্রামে টিপু সমর্থক আজিবর মেম্বর ও মামুন সমর্থক আফজাল বিশ্বাসের তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সোমবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় প্রতিপক্ষের হামলায় জালাল উদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন ঘটনাস্থলেই নিহত হন।আহত হন আরো ৬ ব্যক্তি।

শৈলকূপা ওসি জাহাঙ্গীর আলম জানান, উপজেলার ভাটবাড়িয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় সুফিয়া খাতুন নামের এক গৃহবধূ নিহত হয়েছে। এ ঘটনায় ৩ ব্যক্তিকে পুলিশ আটক করেছে । নতুন করে সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!