নড়াইল ভেন্যুতে সমাপ্ত হলো দেশের সবচেয়ে বড় ক্রীড়া আসর বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস এর ভলিবল প্রতিযোগিতা। সমাপনী খেলায় পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ৩-১ সেটে বাংলাদেশ বিমান বাহিনী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এছাড়া খেলায় তিতাস গ্যাস তৃতীয় স্থান অর্জন করে। মহিলা বিভাগে বাংলাদেশ আনসার ৩-১ সেটে বাংলাদেশ পুলিশ বাহিনী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে, খেলায় তৃতীয় স্থান অর্জন করেছে খুলনা জেলা দল।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকালে নড়াইল বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্টেডিয়ামে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমানআরা, যশোর সেনাবাহিনীর লেঃ কর্নেল তরিকুল ইসলাম, মেজর এ এফ এম আজমল হোসেন খান (পিএসসি), বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ভলিবল প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির সম্পাদক ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইউসুফসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নড়াইল ভেন্যুতে পুরুষ ০৮ টি দল ও মহিলা ০৫টি দলের মোট ২৪ টি খেলা অনুষ্ঠিত হয়। অংশগ্রহনকারী পুরুষ দল বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, তিতাস গ্যাস, দিনাজপুর, কমিল্লা, পঞ্চগড়, চট্টগ্রাম ও স্বাগতিক নড়াইল জেলা দল এবং মহিলাদের ০৫ টি দল বাংলাদেশ পুলিশ দল, বাংলাদেশ আনসার ও ভিডিপি, পাবনা , খুলনা ও স্বাগতিক নড়াইল জেলা দল। করোনা সতর্কতায় মাঠে অংশগ্রহনকারী দল ও দর্শকদের স্বাস্থ্যবিধি মেনে খেলা উপভোগ করতে দেখা গেছে।
এর আগে গত ৫ এপ্রিল নড়াইল বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের আয়োজনে, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যাবস্থাপনায় এবং নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় দেশের সবচেয়ে বড় ক্রীড়া আসর বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস এর ভলিবল প্রতিযোগিতা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
খুলনা গেজেট/ এস আই