শেষ বিকেলেই আসলে ফিরে,
পেয়েছো বলো কি?
চাপা কষ্ট, অশ্রু জল, অপেক্ষার প্রহর আর—
একরাশ ভালোবাসা সাজিয়ে রেখেছি।
সময়ের অন্তিম পর্যন্ত অপেক্ষা করবো বলেছিলাম
আমি আমার কথা রাখতে পারিনি।
অথচ তুমি মনের অজান্তেই দিনের পর দিন……..
পথ চেয়ে থেকেছো, অপেক্ষার পর অপেক্ষা।
কেন করেছিলে? তা তুমি নিজেই জানতে না!
তুমি হয়তো জানতেই না তোমার অন্য একটা জগত আছে –
যে জগতে তুমি আমাকে কথা দিয়েছিলে,
আমার জন্য অপেক্ষা করবে, আর আমাদের দেখা ও হবে।
কিন্তু তুমি– সবটাই ভুলে গেলে………..
অথচ অজানা টানে এখনো রয়েছো একা -।
সবকিছু জানা শর্তেও আমি তো তো তোমার কথা রাখতে পারিনি
অবশেষে হলো দেখা।
তুমি স্বপ্ন নাকি সত্যি ছিলে বুঝতে পারিনি,
তবুও এক অজানা টান কখনো পিছুই ছাড়েনি।
তোমার কাছে পৌঁছানোর জন্য একটা তরী রচনা করলাম
কিন্তু ভুল ঘাটেই ভিড়ে পড়লাম।
আর যখন জানতে পারলাম
অনেকটাই দেরী হয়ে গেলো।
জীবন তরী ভিড়লো যখন, প্রদ্বীপ গেলো নিভে
সূর্য বুঝি অস্ত যাবে একটা প্রহর বাকি
শেষ বিকেলে আসলেই কেন দিতে বুঝি ফাঁকি?!!!!!