খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আলোকোজ্জ্বল সমৃদ্ধির পথে এগিয়ে চলছে বাংলাদেশ। দেশ বদলে গেছে। দেশে উন্নয়ন হয়েছে দেশরত্ন শেখ হাসিনার জন্য, নৌকা প্রতীকের জন্য, আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন সরকার দেশ ও জনগণের উন্নয়নের কথা ভাবেনা।
তিনি বলেন, শেখ হাসিনার দারিদ্র বিমোচন মডেলে স্বনির্ভর বাংলাদেশে ভূমিহীনরাও আজ স্বাবলম্বী হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উদ্যোগে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ছিন্নমূল পরিবারকে জমিসহ একটি করে বাড়ি তৈরি করে দিয়েছে সরকার। শিগগিরই আরও ১ লাখ পরিবারকে ঘর হস্তান্তরের কাজ এগিয়ে যাচ্ছে। আবাসন ব্যবস্থা নিশ্চিত হওয়ার পর, তাদের উপার্জনের জন্যেও নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। বাংলাদেশের উন্নয়মুখী অবকাঠামোগত সুবিধা ব্যবহার করে সচ্ছল হয়ে উঠছে এসব পরিবার। ঘুরে দাড়িয়েছে অসহায় মানুষেরা।
তিনি বলেন, দেশ বিরোধী অপশক্তি দেশ ও আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। তবে কোন অপশক্তি আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না। কর্মীদের প্রাণশক্তিতে আওয়ামী লীগ এগিয়ে যাবে। সংগঠনকে সু-শৃঙ্খল ভাবে গড়ে তুলতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। দূর্যোগে বিপদে আপদে সেবার ব্রত নিয়ে অসহায় মানুষের পাশে থাকতে নেতাকর্মীদের আহবান জানান তিনি।
সোমবার ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ উল্লাহ। ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাসান ইফতেখার চালুর পরিচালনায় এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, কাউন্সিলর শেখ মোশারফ হোসেন, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর আনিসুর রহমান বিশ^াষ, কাউন্সিলর আমেনা হালিম বেবি, মহানগর যুবলীগের আহবায়ক মোঃ শফিকুর রহমান পলাশ, যুগ্ম আহ্বায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, আওয়ামী লীগ নেতা জান্নাতুল ফেরদৌস পিকুল, শেখ আক্তার হোসেন সন্টু, মো. রুহুল আমিন খান, ইউসুফ আলী খান, কাজী মুজিবুল হক, মো. আশরাফ আলী হাওলাদার শিপন, কাজী মজিবুল হক, শেখ আরিফ উল্লাহ, শেখ হাসান বখতিয়ার বাকু, মোঃ রফিকুল ইসলাম মুকুল, তপন বালা, ইজাজুল হক ইজু, শেখ রফিকুল ইসলাম, শেখ শরিফুল ইসলাম, শেখ মিরাজুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, মইন মিয়া লাভলু, জহিরুল আলম সিরাজ, শেখ শহিদুল ইসলাম, মুহাম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ জিয়াউর রহমান, শেখ জিয়াউল ইসলাম জীবন, দেলোয়ার হোসেন আহসানউল্লাহ মুক্তা, হাছান মাহমুদ টোটন, ফিরোজ আহমেদ জাহাঙ্গীর বন্দ, শেখ আবিদ হাসান, আসলাম মল্লিক, সুমন মোল্লা ,নাজিরা রহমান বন্যা, লুৎফুন্নাহার লিলি, রেশমা বেগম, লাবনী হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্ট নিহত সকল শহীদের, একাত্তরের বীর শহীদদের এবং জাতীয় চার নেতা সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ আবু নাসের, শেখ রাজিয়া নাসের, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, শেখ সোহেল, শেখ জালাল উদ্দিন রুবেল, শেখ বেলাল উদ্দিন বাবু- এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে তিনি রোজাদারদের মাঝে যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর শেখ সোহেলের ইফতার বিতরণ করেন। এছাড়া তিনি দলীয় কার্যালয়ে শ্রমিক লীগের এবং হোটেল সিটি ইনে খুলনা রিহ্যাব-এর ইফতার মাহফিলে অংশগ্রহন করেন। এসব অনুষ্ঠানে অংশগ্রহন করেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ ও মহানগর যুব লীগের আহবায়ক মো. সফিকুর রহমান পলাশ।
খুলনা গেজেট/ টি আই