খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  মার্কিন শ্রম প্রতিনিধি দল ঢাকা আসছে আজ
আইভি রহমানের স্মরণ সভায়

শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে রাষ্ট্রের নিরাপত্তা রক্ষীরাই গ্রেনেড হামলা চালায় : সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আওয়ামী লীগকে নেতৃত্ব শূণ্য করতে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামায়াত জোট সরকার রাষ্ট্রীয় মদদে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে ছিলো। তিনি বলেন, একজন বিরোধী দলীয় নেতা রাষ্ট্রীয় নিরাপত্তা পাবে। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে রাষ্ট্রের নিরাপত্তা রক্ষীরাই গ্রেনেড হামলা চালায়। গ্রেনেড হামলায় প্রথমে ২৩ জন নেতাকর্মী মৃত্যুবরণ করেন এবং শত শত নেতাকর্মী স্প্রিন্টারে আহত হয়। আজও অনেকে গ্রেনেডের স্প্রিন্টার নিয়ে অনেক নেতাকর্মী কষ্টে দিন কাটাচ্ছেন। গ্রেনেডে গুরুতর আহত আইভি রহমান চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মৃত্যুবরণ করেন।

তিনি বলেন, আইভি রহমান বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম একজন পুরোধা ছিলেন। তাঁর মনে কোন অহংকার কাজ করতো না। তিনি সব সময় কর্মীদের সাথে চলাফেরা করতেন। কর্মীদের কষ্টে তিনি সমবেদনা জানাতেন এবং তাদের পাশে গিয়ে দাড়াতেন। তার মত একজন নারী বান্ধব নেতার কারনেই নারীদের আজ অবাধ বিচরণ। তিনি বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেচ্ছা মুজিবের আদর্শ ধারণ করে রাজনীতি করতেন। প্রত্যেক নারীকে আইভি রহমানের কর্মকা-কে অনুসরণ করে বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

মঙ্গলবার (১৪ আগস্ট) বাদ মাগরিব দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইভি রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্মরণ সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, শেখ ফারুক হাসান হিটলু, নুরজাহান রুমি, রনজিত কুমার ঘোষ, সফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল। সভা পরিচালনা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।

এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, এ্যাড. আইয়ুব আলী শেখ, এ্যাড. খন্দকার মজিবর রহমান, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর আমেনা হালিম বেবী, কাউন্সিলর সাহিদা বেগম, কাউন্সিলর কনিকা সাহা, কাউন্সিলর মনিরা আক্তার, কাউন্সিলর রহিমা আক্তার হেনা, কাউন্সিলর রেকসোনা কালাম লিলি, কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, মোতালেব মিয়া, মো. আমির হোসেন, ফেরদৌস হোসেন লাবু, বাদল সরদার বাবুল, শেখ জাহিদ হোসেন, মো. নুর ইসলাম, এমরানুল হক বাবু, আতাউর রহমান শিকদার রাজু, আযম খান, মো. শিহাব উদ্দিন, শেখ এশারুল হক, নূরীনা রহমান বিউটি, ফেরদৌসী আলম রিতা, রেজওয়ানা প্রধান, আফরোজা হক কোহিনুর, মনোয়ারা বেগম, রেখা খানম, সাবিহা ইসলাম আঙ্গুরা, শবনম মোস্তারী বকুল, মুন্সি নাহিদুজ্জামান, মো. সাকিল আহমেদ, জাহিদুল খলিফা, কবীর পাঠান, আইরিন চৌধুরী, নাসরিন সুলতানা, নজরুল ইসলাম খোকন, ফারুক হোসেন তুরান, অভিজিৎ চক্রবর্তী দেবু, মো. আজিম উদ্দিন, মো. শহিদ হাসান, ইখতিয়ার উদ্দিন মোল্লা, জব্বার আলী হীরা, জহীর আব্বাস, সোহান হোসেন শাওন, ইবনুল হাসান, মাহামুদুর রহমান রাজেস, হীরন হাওলাদার, রুম্মান আহমেদ, ওমর কামাল প্রমুখ। স্মরণ সভা শেষে আইভি রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!