‘শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’ এ স্লোগানে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডারে নতুন বিদ্যুৎ সংযোজন উপলক্ষে বিদ্যুতায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে অনুষ্ঠানের শুরুতে দেলুটি ইউনিয়নের বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
এরপর দেলুটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ আক্তারুজ্জামান বাবু এমপি। প্রধান অতিথির বক্তৃতায় এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের গত দুই মেয়াদে বিদ্যুৎ খাতে বিস্ময়কর সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। তাঁর দূরদর্শী নেতৃত্বে বিদ্যুৎ খাতের উন্নয়নে নেওয়া হয়েছে মহাপরিকল্পনা। আর সারা দেশে শতভাগ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিদ্যুৎ খাতে চলছে বিশাল কর্মযজ্ঞ। আওয়ামী লীগ সরকার ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্য পূরণের আর বেশি দেরিও নেই।’
‘শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’ এ স্লোগানে সরকারের বিদ্যুৎ বিভাগ ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) কর্তৃপক্ষ প্রত্যন্ত গ্রামগুলো আলোকিত করার কাজ করে যাচ্ছে। দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র ম্যানেজার প্রকৌঃ মোঃ আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী, প্রকল্প বিভাগ আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, মোঃ আঃ মান্নান গাজী, প্রভাষক মাইনুল ইসলাম, দিপ্তী রানী চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন বাবু, জেলা যুবরীগ নেতা শামীম সরকার, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শেখ ফরহাদুজ্জামান তুষার, উপজেলা যুবলীগ নেতা আঃ রাজ্জাক রাজু, এম এম আজিজুল হাকিম, অনীল কৃষ্ণ মল্লিক, রাম চন্দ্র টিকাদার, অঞ্জন মন্ডল, বিদ্যুৎ চন্দ্র বিশ্বাস, মেরি রানী মন্ডল, ¯েœহেন্দু বিকাশ মন্ডল, ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, রায়হান পারভেজ রনি, শেখ মোঃ শাকিল, রমজান সরদার, পার্থ প্রতিম রায়, জাহিদুল ইসলাম জাহিদ, পুষ্পেন সরদার, রিপন রায় ও সুলতান ইনাম প্রমুখ।
খুলনা গেজেট/এনএম