শেখ রাসেল অনলাইন আন্তর্জাতিক শুটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের আবদুল্লাহ হেল বাকি। ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জজয়ী বাকি স্কোর ৬১৭.৩। এই ইভেন্টে রুপা জিতেছেন ভারতের শাহু তুষার মানে। তিনি তুলে নিয়েছেন ৬২৩.৮ পয়েন্ট। সোনা জিতেছেন জাপানের নায়ো ওকাদা। তাঁর পয়েন্ট ৬৩০.৯ পয়েন্ট।
মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে হতাশ করেছেন বাংলাদেশের সৈয়দা আতকিয়া হাসান। তিনি হয়েছেন ছয়জনের মধ্যে পঞ্চম। করেছেন ৬১৬.৪ পয়েন্ট। এ ইভেন্টে সোনা জিতেছেন মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন ভারতের ইলাভেরিন ভালারিভান।
ইলাভেরিনের পয়েন্ট ৬২৭.৫ পয়েন্ট। তামিলনাড়ুর এই শুটার মেয়েদের এই ইভেন্টে বর্তমানে র্যাঙ্কিংয়ের শীর্ষে। গত বছর রিও ডি জেনিরোতে ইলাভেরিন জিতেছিলেন বিশ্বকাপে সোনা। রুপা জিতেছেন জাপানের শিরোই হিরাতা। তিনি করেছেন ৬২২.৬ পয়েন্ট স্কোর। ব্রোঞ্জজয়ী ইন্দোনেশিয়ার শুটার বিদ্যা রাফিকা রহমাতানের পয়েন্ট ৬২১.১।
সোনাজয়ী প্রত্যেক শুটার পেয়েছেন ১০০০ ইউএস ডলার। রুপাজয়ী ৭০০ ডলার এবং ব্রোঞ্জ জয়ী ৫০০ ডলার।
খুলনা গেজেট/এএমআর