খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

শেখ ফজলুল হক মনি ৮১ তম জন্মদিনে খুলনায় যুবলীগের স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৮১ তম জন্মদিনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টায় নগরীর শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর যুবলীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে জাতির জনকের আদর্শে বলিয়ান আপোষহীন নেতৃত্ব শহীদ শেখ ফজলুল হক মনি। যিনি ছাত্র জীবন থেকে বাংলার মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করেছেন। কারাবরন করেছেন সহ্য করেছেন অমানবিক নির্যাতন বাঙ্গালীর মুক্তি সংগ্রামে। ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। ছিলেন গেরিলা বাহিনী মুজিব বাহিনীর প্রতিষ্ঠাতা। স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে দেশের যুব সমাজকে একত্রিত করে দেশ গড়ার লক্ষে যুবলীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি যুবলীগ এ দেশের যুব সমাজকে একত্রিত করে দেশ গড়ায় নিয়োজিত রয়েছে। শহীদ শেখ ফজলুল হক মনি’র স্বপ্ন বাস্তবায়নে বর্তমান যুব সমাজকে তার জীবনাদর্শন থেকে শিক্ষা নিতে হবে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেন, শহীদ শেখ ফজলুল হক মনি শুধু একজন রাজনীতিবীদ ছিলেন না। তিনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সৃজনশীল কর্মের একজন প্রগতিশীল মানুষ ছিলেন। বর্তমান প্রেক্ষাপটে ধর্মীয় মৌলবাদ ও মাদক নির্মূলে যুব সমাজকে শহীদ শেখ ফজলুল হক মনি’র ন্যায় সৃজনশীল কর্মে আত্মনীয়োগ করতে হবে। প্রগতিশীল কাজের মধ্য দিয়ে শহীদ ফজলুল হক মনি’র অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা করতে হবে। মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে দূরে রাখতে হবে।



অনুষ্ঠিত স্মরণ সভায় খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শ্যামল সিংহ রায়, নগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজি ইসলাম নদী, কামর”ল ইসলাম, আব্দুল কাদের শেখ, মোঃ আবুল হোসেন, কাজী কামাল হোসেন, শওকত হোসেন, অভিজিত চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, মুহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, কে এম শাহিন হাসান, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ, রাশেদুজ্জামান রিপন, অলিউর রহমান রাজু, আব্দুল্লাহ আল মামুন মিলন, আব্দুল মালেক, ইলিয়াস হোসেন লাবু, রবিউল ইসলাম লিটন, শওকাত হাসান, মুক্তা সরদার, মোস্তাইন বিন ইদ্রিস চঞ্চল, হাসান শেখ, আসাদুজ্জামান কাঞ্চন, মাসুম উর রশিদ, বাদল সিপাহী, ইমরুল রিপন, জামাল শেখ, রকিবুল ইসলাম, ইকবাল হোসেন, মাসুম আহমেদ ডলার, জামিল আহমেদ সোহাগ, জিহাদুর রহমান জিহাদ, মহিদুল ইসলাম শান্ত, লাবু আহমেদ, ফরিদুল ইসলাম, জনি মিয়া, আশরাফুল ইসলাম মুন, সাবেক ছাত্রনেতা মশিউর রহমান, বিপুল মজুমদার, নূর হাসান জনি, ছাত্রনেতা আসাদুজ্জামান বাবু, মাহামদুল হাসান শাওন, জব্বার আলী হিরা, এখতিয়ার মোল্লা, ঝলক বিশ^াস, জহির আব্বাস, ইমাজ উদ্দিন রিপন, মাহাদুল ইসলাম সুজন, ইয়াসিন আরাফাত, শেখ সাকিব, মাহামুদুর রহমান রাজেশ, হিরন হাওলাদার, জনি বসু, নিশাত ফেরদৌস অনি সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয় এবং দুস্থদের মাঝে খাদ্য বিতরন করা হয়।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!