খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে ৩০ ঘণ্টা যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
  নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ
  জনগণই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে : মির্জা ফখরুল
  আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সর্বোত্তম: প্রধান উপদেষ্টা

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই ম্যাচ নিষিদ্ধ জোসেফ

ক্রীড়া প্রতিবেদক

মাঠে যখন অধিনায়ক শেই হোপের সঙ্গে বাদানুবাদ চলছিল, তখনই ধরে নেওয়া হয়েছিল আলজারি জোসেফকে ভুগতে হবে। সেটাই হলো। রাগ করে মাঠ ছেড়ে যাওয়ার ঘটনায় ক্ষমা চেয়েও পার পেলেন না জোসেফ। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জোসেফকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

ঘটনার পর একটি বিবৃতিতে অনুতপ্ত হয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন জোসেফ। ম্যাচের পর ক্ষমা চেয়ে জোসেফ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সমর্থকদের কাছেও ক্ষমাপ্রার্থনা করছি। আমি বুঝতে পারছি যে, আমার বিবেচনাহীন এই কাজের প্রভাব ছড়িয়ে পড়তে পারে। সবাইকে হতাশ করার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি।’

জোসেফের আকুতিতেও মন গলেনি বোর্ডের। তারা তাদের নিয়মের সর্বোচ্চ প্রয়োগ করেছে। একটা শিক্ষণীয় নজির দেখাতে চেয়েছে তারা। বোর্ডের শাস্তি ঘোষণার বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের ঘটনা কখনোই এড়িয়ে যাওয়ার মতো নয়।

এর আগে, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বুধবার এই ঘটনা ঘটে। বার্বাডোজে ম্যাচের চতুর্থ ওভারে বল করতে আসেন জোসেফ। তিনি তার মতো করে স্লিপে ফিল্ডিং সাজাতে চেয়েছিলেন। কিন্তু অধিনায়ক শেই হোপ সেটাতে সাড়া দেননি। তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই রাখেন।

ওই ওভারে জোসেফ কোনো রান না দিয়ে একটি উইকেট নেন। ওভার শেষে হোপের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করে আচমকা মাঠ ছেড়ে উঠে যান তিনি। তার রাগ দমাতে পারেননি কোচ ড্যারেন স্যামিও। কোচের কথা আমলে নেননি তিনি।

এক ওভার পর জোসেফের বদলি হিসেবে মাঠে নামানো হয় হেইডেন ওয়ালশ জুনিয়রকে। এরপর অবশ্য জোসেফ ডাগআউটে ফিরে আসেন। বেশ কিছুক্ষণ পর আবার মাঠে নামেন। ম্যাচে ১০ ওভার বল করে ১ মেডেনসহ ৪৫ রান দিয়ে জোসেফ ২টি উইকেট নেন। ব্র্যান্ডন কিং ও কেসি কার্টির সেঞ্চুরিতে ৮ উইকেটের জয়ে সিরিজ জিতে নেয় ক্যারিবীয়রা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!