শুল্ক ফাঁকি দিয়ে নৌ পথে মোংলায় আনা বিদেশি সিগারেট জব্দ করেছে পুলিশ। এসময় দুই চোরাকারবারি পালিয়ে গেলেও এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) ভোররাতে পশুর নদী সংলগ্ন কানাইনগর বেড়িবাঁধ এলাকা হতে তাকে আটক করা হয়।
আটক হওয়া যুবক রকমত উল্লাহ হাওলাদার ওরফে সুজন (২৮) উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকার কুদ্দুস হাওলাদারের ছেলে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম এই তথ্য জানায়।
ওসি মনিরুল বলেন, নিয়মিত অভিযানের সময় পুলিশ কানাইনগর মোড়ে অবস্থানকালে জানতে পারে একদল চোরকারবারী নৌপথ ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি সিগারেট আনছে। এমন সংবাদ জানতে পেরে রকমত উল্লাহ হাওলাদার ওরফে সুজন নামে একজনকে ৯৫০ প্যাকেটের বিদেশি সিগারেটসহ আটক করা হয়।
তবে এসময় ইদ্রিস হাওলাদার ও আব্দুল হাই নামে আরও দুজন চোরাকারবারী পালিয়ে যায় বলে দাবি করেন তিনি। পুলিশের ধারনা মতে জব্দকৃত সিগারেটের বাজার মূল্য দুই লাখ ৮৫ হাজার টাকা।
পরে এ ঘটনায় আটক ও পলাতক ব্যক্তিদের নামে মোংলা থানার এস আই মামুন শেখ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আটককৃত সুজনকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মনিরুল ইসলাম।
খুলনা গেজেট/ এসজেড