ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে আগে ব্যাটিং করে ৮০ রান করেছে বাংলাদেশ। সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
রুমানার বিদায়ে আরও বিপদে বাংলাদেশ
এবার রুমানাও ফিরে গেলেন। রাধা যাদবের বলে বোল্ড হলেন তিনি। ৩০ রানে ৪ উইকেট হারিয়ে আরও বিপদে বাংলাদেশ।
শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
চলতি নারী এশিয়া কাপে আজ প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই চাপে পড়েছে টাইগ্রেসরা। ২১ রানে ফিরে গেছেন ৩ ব্যাটার।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও অভিজ্ঞ রুমানা আহমেদ এখন বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু স্কোরবোর্ডে রান বাড়ছে না।
খুলনা গেজেট/এএজে