খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

শুরুতেই মুস্তাফিজের আঘাত

ক্রীড়া প্রতিবেদক

অতীত পরিসংখ্যান বলছে, চেন্নাইয়ের এই ভেন্যুতে গড় রান ওঠে ২২৪। সেই তুলনায় বাংলাদেশের ২৪৫ রানের সংগ্রহ কিছুটা লড়াকু-ই বলা চলে। রানতাড়ায় খেলতে নামা কিউই শিবিরে প্রথম আঘাত হেনেছেন পেসার মুস্তাফিজুর রহমান। তৃতীয় ওভারের পঞ্চম বলটি ফিজ অফ-স্টাম্পের কিছুটা বাইরে লেংথে ফেলেছিলেন।

বড় শট খেলার চেষ্টায় আগের দুই ম্যাচে শতক ও অর্ধশতক হাঁকানো রাচিন রবীন্দ্র এবার ব্যর্থ হয়েছেন, ইনসাইড এডজ হয়ে তিনি তালুবন্দী হয়েছেন মুশফিকুর রহিমের।

দুই বাউন্ডারিতে তিনি ১৩ বলে করেন ৯ রান। দলীয় ১২ রানেই প্রথম উইকেট হারাল নিউজিল্যান্ড।

শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন মিস্টার ডিপেন্ডেবল নামে পরিচিত মুশফিকুর রহিম।

টস হেরে ইনিংস উদ্বোধন করতে এসে শূন্য রানে আউট হন লিটন কুমার দাস। তিনে ব্যাটিং করতে আসা মিরাজকে নিয়ে শুরুর ধাকা কাটিয়ে ওঠার দায়িত্ব নেন আরেক ওপেনার তানজিদ তামিম। কিন্ত দলীয় ৪০ রানে ফিরের সময় ব্যাক্তিগত ১৬ রানে লকি ফার্গুসনের বলে প্যাভিলিয়নে ফেরেন বাঁহাতি এই ওপেনার। দলীয় ৫৬ রানে মিরাজ ও শান্তকে হারায় বাংলাদেশ।

তিনে ব্যাটিং করতে নেমে ৪৬ বলে ৩০ রান করেন মিরাজ। তিন বলের ব্যবধানে ব্যাক্তিগত ৭ রানে আউট হন ইনফর্ম শান্তও। ৫৬ রানে চার ব্যাটারকে হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে টেনে তুলেন অধিনায়ক সাকিব ও উইকেটকিপার ব্যাটার মুশফিক। পঞ্চম উইকেট জুটিতে ৯৬ রানরে জুটি গড়ে বাংলাদেশকে বড় সংগ্রহের পথে রাখেন তারা। কিন্তু লকি ফার্গুসনকে ছক্কা হাঁকানোর পরের বলে আবারও ছক্কা মারতে গিয়ে ৪০ রানে আউট হন টাইগার অধিনায়ক।

সাকিবের বিদায়ের পর বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ৪৮তম ফিফটি পাওয়া মুশফিক। ২৫ বলে ১৩ রানে সপ্তম ব্যাটার হিসেবে আউট হন তরুণ তাওহীদ হৃদয়। দুই ছক্কায় ১৭ রান করেন পেসার তাসকিন। মাহমুদউল্লাহ ৪৯ বলে ৪১ রানে অপরাজিত থাকেন।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন লকি ফার্গুসন। এছাড়া ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি দুটি করে উইকেট নেন।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!