টস হেরে শুরুতে ব্যাট করে নিউজিল্যান্ড বাংলাদেশের সামনে ছুঁড়ে দিয়েছে ২০৯ রানের বিশাল এক চ্যালেঞ্জ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা যেমন হওয়া দরকার ছিল, তেমনটা হয়নি মোটেও। রান তোলায় ছিল ধীরগতি, এরপর ইনিংসের চতুর্থ ওভারে উইকেট খোয়ানোর ধাক্কাটাও খেল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ফিরে গেছেন ইনিংসের শুরুতেই।
ইনিংসের তৃতীয় বলেই শান্ত বল তুলে দিয়েছিলেন আকাশে। তবে উইকেটরক্ষক, বোলার আর ফিল্ডারের ভুল বোঝাবুঝিতে বলটা তালুবন্দি হয়নি আর। সে যাত্রায় রক্ষা মেলে বাংলাদেশ ওপেনারের।
এরপর আরও একটা জীবন পেয়েছেন শান্ত। চতুর্থ ওভারের প্রথম বলে তিনি অ্যাডাম মিলনের মিডল স্টাম্পে করা লেন্থ বলটা আবারও তুলে দিয়েছিলেন আকাশে। এবার বলের নিচে ছিলেন টিম সাউদি, তিনিও বলটা তালুবন্দি করতে পারেননি।
শান্ত অবশ্য তার এমন ‘কই মাছের প্রাণ’টার ব্যবহার ঠিকঠাক করতে পারেননি। ১১ বল খেলে তুলেছেন ১২ রান। শেষ ‘জীবন’টা পাওয়ার এক বল পরই মিলনের বলে বোল্ড হন তিনি। ২৪ রানে প্রথম উইকেট খোয়ায় বাংলাদেশ।
খুলনা গেজেট/ টি আই