তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার রেশ কাটতে না কাটতে শুভেন্দুর ভাই সোমেন্দ্রনাথ অধিকারী এবার বিজেপিতে যোগ দিলেন।
শুক্রবার কাঁথির এক সভায় শুভেন্দু অধিকারী ও পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তার হাতে বিজেপির গেরুয়া পতাকা তুলে দেন।
সোমেন্দ্রনাথ অধিকারী ছিলেন পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার চেয়ারম্যান ও সেখানকার বিধায়ক । রাজনৈতিক মহল মনে করছে সমগ্র অধিকারী পরিবারই গেরুয়া শিবিরে যোগ দেবে । শুভেন্দুর বাবা কাঁথির সাংসদ শিশির অধিকারী ও আরেক ভাই তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা ।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক পর্যবক্ষেকরা মনে করছেন যে, পশ্চিমবঙ্গে তৃণমূল ক্রমশ ভাঙনের মুখে। এই জানুয়ারি মাসেই পশ্চিমবঙ্গ সফরে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আর ওদের সফরেই পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা ও দুই বর্ধমানে তৃণমূলে বড়সড় ভাঙন ধরবে। তৃণমূলের এই ভাঙনের ফলে বাম- কংগ্রেসের রাজনৈতিক ফায়দা হবে।
খুলনা গেজেট /এমএম