খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

শুধু হোয়াইটওয়াশ নয়, টার্গেট ১০ পয়েন্ট : তামিম

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খুব একটা লড়াই করতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখে জিতে নিয়েছে বাংলাদেশ। আগামীকাল সোমবার চট্টগ্রামে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।সিরিজ জিতলেও শেষ ম্যাচে হোয়াইটওয়াশের পাশাপাশি বিশ্বকাপ সুপার লিগের ১০ পয়েন্ট তুলে নিতে চান বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে বিশ্বকাপ সুপার লিগ শুরু করছে বাংলাদেশ। এই লিগ ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব ধরা হচ্ছে। আয়োজক দেশ ভারতসহ সুপার লিগের প্রথম সাতটি দল বিশ্বকাপে সরাসরি অংশ নেবে। বাকি দলগুলোকে খেলতে হবে আরেকটি বাছাই পর্ব।

ওই বাছাই পর্বে না খেলে যাতে সরাসরি বিশ্বকাপ খেলা যায় সে জন্য এখন থেকেই সুপার লিগের পয়েন্টে নজর দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। আজ রোববার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘এরই মধ্যে আমরা সিরিজটি জিতেছি। কিন্তু এখনো আরো ১০ পয়েন্ট অর্জন বাকি। ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুই ম্যাচে ভালো করতে পারেনি। কিন্তু ওরা ভয়ংকর দল; যেকোনো সময় কামব্যাক করার মতো দল।’

শেষ ওয়ানডের একাদশে পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ। মূল লড়াইয়ের আগেরদিন তেমনই আভাস দিয়ে রাখলেন অধিনায়ক, ‘আমরা হয়তো, কিছুটা পরিবর্তন (একাদশে) আনতে পারি। তবে একাদশে যেই আসুক না কেন, সবার ম্যাচ জেতানোর মতো ক্ষমতা আছে। আমি মনে করি, ড্রেসিং রুমে সবার মধ্যে জয়ের অনেক খুদা রয়েছে। সবাই মাঠে নিজেদের প্রমাণ করতে চায়। আগামীকাল অনেকগুরুত্বপূর্ণ ম্যাচ আছে আমাদের। হ্যাঁ, আমরা সিরিজটি জিতেছি ঠিক, কিন্তু আরো ১০ পয়েন্ট অর্জন করতে হবে।’

এর আগে একই ভাবনার কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্সও। প্রথম দুটি ম্যাচে হারলেও শেষটিতে পয়েন্ট পেতে মুখিয়ে আছেন তিনি। গণমাধ্যমকে সফরকারী দলের কোচ বলেন, ‘আমরা এখানে ৩০ পয়েন্টের জন্য এসেছিলাম। এখনও এই সিরিজ থেকে ১০ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে আমাদের। সবচেয়ে বড় ব্যাপার হলো উন্নতি করা। ১২২ রানের পর আমরা ১৪৮ করেছি। কিন্তু আমাদের ২৩০-২৫০ রান করতে হবে, যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। বোলারদের লড়াই করার জন্য তো কিছু দিতে হবে। অবশ্যই ১০ পয়েন্ট পাওয়া আমাদের মূল লক্ষ্য।’

অতিথি কোচ আরো বলেন, ‘আমার চেয়ে দলের কাছে এটি আরো বেশি গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে তারা কী করতে পারে, তা দেখানোর সুযোগ এটি।

খুলনা গেজেট/এ হোসেন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!