খুলনা, বাংলাদেশ | ১৭ পৌষ, ১৪৩১ | ১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  প্রতিবছর বই উৎসবের নামে আর্থিক অপচয়রোধে এখন থেকে অনলাইনে বই উৎসবের সিদ্ধান্ত, ৪১ কোটির মধ্যে ছয় কোটি বই স্কুলগুলোতে পাঠানো হয়েছে, বাকিগুলো ২০ জানুয়ারির মধ্যে দেওয়া হবে : এনসিটিবি চেয়ারম্যান
  জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতা নিহত

শুধু ট্রাফিক নয়, সড়কে চালকদের সচেতন করতেও কাজ করছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

শুধু ট্রাফিক নয়, চালকদের সচেতন করতে ও রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন ও অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সাতক্ষীরার বৈষম্যবিরোধী কোটা সংস্কার ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার (১০ আগষ্ট) সকালে শহরের পাকাপোলের মোড়, নিউ মার্কেট, খুলনা রোড মোড়সহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা শহরের সুলতানপুর বড়বাজারসহ বিভিন্ন বাজার তদারকি করেন।

এদিকে দিনভর পরিছন্নতা অভিযান ও সড়ক নিয়ন্ত্রণের পাশাপাশি শিক্ষার্থীরা মটরসাইকেল চালকরা মাথায় হেলমেট পরছেন কিনা সে বিষয় খেয়াল রাখছেন। কেউ মাথায় হেলমেট না দিলে বাইক থামিয়ে তাদেরকে হেলমেট পরে গাড়ি চালানোর অনুরোধ করা হচ্ছে। একই সাথে পাইভেটকার থামিয়ে ব্যাক ডালা খুলে চেক করা হচ্ছে। চালকদের সিটবেল্ড পরে গাড়ি চালানোর অনুরোধ করছেন শিক্ষার্থীরা। মিখ্সার্থীদেও দায়িত্ব পালনের পর থেকে শহরের কোথাও কোন যানজট দেখা যাচ্ছে না। তাদের নির্দেশনা মেনে সবাই সরিবদ্ধভাবে সড়কে গাড়ি চালাচ্ছেন। তবে সড়কে শিক্ষার্থীদের এত কড়াকড়িতে কেই বিরক্তবোধ করছেন না। উপরন্ত অনেকে তাদেরকে সাদুবাদ জানাচ্ছেন।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নতুন করে যেন কেউ চাঁদাবাজিসহ হিডেন চার্জ নিতে না পারে, সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। শহরের সুলতানপুর বড় বাজারের মুদি বাজার, কাঁচা বাজার, মাংস বাজার তদারকি করেন তারা। এ সময় বিভিন্ন পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি এবং বাড়তি দাম না নেওয়া ও ভেজাল পণ্য বিক্রি না করতে বিক্রেতাদের অনুরোধ জানানো হয়। একইসাথে মূল্য তালিকা ঝুলিয়ে রাখার পরামর্শ দেয়া বলা হয়।

এসময় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সমন্বয়ক মোস্তাইন বিল্লাহ, সহ-সমন্বয়ক নিশা, নিশাত, গাজী মাহীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!