খুলনা, বাংলাদেশ | ১৫ মাঘ, ১৪৩১ | ২৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, শুরু হয়েছে ট্রেন চলাচল

শুধু এসএমএস পাঠিয়ে জানা যাবে যে কারো স্মার্টফোনের অবস্থান

গেজেট ডেস্ক

শুধু এসএমএস পাঠিয়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যে কোনো স্মার্টফোনের অবস্থান জানা সম্ভব বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গবেষকদের দাবি, এ নিরাপত্তা ত্রুটির কারণে হ্যাকাররা দূর থেকে যেকোনো ব্যক্তির অবস্থানের তথ্য শনাক্ত করতে পারে। ফলে স্মার্টফোন ব্যবহারকারীর অবস্থান বুঝে বিভিন্ন ধরনের সাইবার হামলা চালানো সম্ভব।

গবেষকদের মতে, স্মার্টফোনে কোনো বার্তা পাঠালে প্রেরকের ফোনে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পৌঁছানোর সংকেত চলে যায়। ফলে প্রেরক জানতে পারেন, বার্তাটি প্রাপকের কাছে পৌঁছেছে। এ সংকেতের কারিগরি ত্রুটি কাজে লাগিয়েই বার্তা প্রাপকের অবস্থান জানা যায়। আর তাই নির্দিষ্ট ব্যক্তির ফোন নম্বরে একাধিক বার্তা পাঠিয়ে সেগুলোর ফিরতি সংকেত মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে পর্যালোচনা করলেই সেই ব্যক্তির অবস্থানের তথ্য জানা সম্ভব। ফলে কোনো ব্যক্তির ফোন নম্বরে একাধিক অপ্রয়োজনীয় এসএমএস বার্তা পাঠিয়ে সহজে তার অবস্থানের তথ্য সংগ্রহ করতে পারে হ্যাকাররা।

গবেষক দলের প্রধান ইভানজেলস বিটসিকাস জানিয়েছেন, স্মার্টফোনের এ ত্রুটি কাজে লাগিয়ে যেকোনো ব্যক্তির ফোন নম্বর জানা থাকলেই দূর থেকে গোপনে তার অবস্থান শনাক্ত করা যায়। এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারীদের অবস্থানের তথ্যও এ পদ্ধতিতে জানা সম্ভব।

বার্তা আদান-প্রদানের জন্য স্মার্টফোনে এন্ড–টু–এন্ড এনক্রিপটেড সুরক্ষা পদ্ধতি চালু থাকলেও এ নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করা যায়। তবে এ ত্রুটি কাজে লাগিয়ে এখন পর্যন্ত কোনো সাইবার হামলা চালানোর প্রমাণ পাওয়া যায়নি।

খুলনা গেজেট/ বিএম শহিদুল




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!