খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রক্টর নিয়োগ নিয়ে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়া
  ৭ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
  ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  ৪০তম ব্যাচের ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

শুক্রবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

গেজেট ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৫ জানুয়ারি শুক্রবার রাত ১২টা থেকে ৮ জানুয়ারি সোমবার মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

এ ছাড়া শনিবার মধ্যরাত থেকে রোববার মধ্যরাত পর্যন্ত চার ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এগুলো হলো- ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক। সর্বসাধারণের চলাচলের সুবিধার্থে অন্যান্য যানবাহন চলাচলের সুযোগ রাখা হয়েছে। সোমবার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

আদেশে বলা হয়, নিষেধাজ্ঞার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের চলাচলে কোনো বাধানিষেধ থাকছে না। জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন চলাচলে কোনো বাধা নেই। বিমানের টিকিট দেখানো সাপেক্ষে দেশে আসা এবং বিদেশে যাওয়া ব্যক্তির আত্মীয়স্বজনদের বিমানবন্দর আনা-নেওয়ার কাজে ব্যবহৃত যানবাহন চলাচলে বাধা থাকবে না। দূরপাল্লার যাত্রীদের আনা-নেওয়ার জন্য ব্যবহৃত যানবাহন চলতে বাধা নেই। তবে টিকিট দেখাতে হবে।

সাংবাদিক, পর্যবেক্ষক বা জরুরি কাজে ব্যবহৃত মোটরসাইকেল রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন করে চলাচল করতে পারবে। প্রার্থীর জন্য একটি এবং তাদের এজেন্টদের জন্য একটি গাড়ি রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষ স্টিকার দেখিয়ে চলাচল করতে পারবে। এ ছাড়া নির্বাচনি কাজে নিয়োজিত কোনো কর্মকর্তা কর্মচারী বা অন্য কোনো ব্যক্তি মোটরসাইকেলের অনুমতি পাবেন।

জাতীয় মহাসড়ক, বন্দর, আন্তঃজেলা বা মহানগর থেকে বের হওয়া বা ঢোকার জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়কে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এ ছাড়া স্থানীয় প্রয়োজনীয়তা ও বাস্তবতার নিরিখে জেলা প্রশাসক ডিসি কিছু যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও শিথিল করতে পারবেন। সেক্ষেত্রে ডিসি ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ক্ষমতা দেওয়া হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!