খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

শীত মৌসুমে ফের করোনা সংক্রমণের ভয়াবহতার শঙ্কা

গেজেট ডেস্ক

আসন্ন শীত মৌসুমে করোনাভাইরাসের সংক্রমণ ফের ভয়াবহ পর্যায়ে চলে যেতে পারে বলে সর্তক করেছে চীনের বিশেষজ্ঞ দল। স্থানীয় সময় সোমবার (১৩ নভেম্বর) দেশটির রোগ নিয়ন্ত্রণ দপ্তর সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ বিষয়ে সতর্কতা জারি করেছে। পাশাপাশি বয়স্ক এবং সংবেদনশীল জনগোষ্ঠীকে করোনারোধী টিকা নিতে নির্দেশ দেয়।

সিডিসি-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে দেশটিতে মোট ২০৯ জন নতুন ভাবে করোনার প্রাণঘাতী ধরণে আক্রান্তের খবর পাওয়া গেছে। এদের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে। ভুক্তভোগীদের সবাই ভয়াবহ ধরণ এক্সবিবি-তে আক্রান্ত ছিলেন।

দেশটির শীর্ষস্থানীয় শ্বাসযন্ত্রের রোগ বিশেষজ্ঞ ঝং নানশান প্রথমবারের মতো এই শীতে কোভিডের নতুন ধরণ সম্পর্কে সতর্ক করেন। সেই সঙ্গে বয়স্ক এবং সংবেদনশীল জনগোষ্ঠীকে যত তাড়াতাড়ি সম্ভব করোনা প্রতিরোধী টিকা নেওয়ার কথা মনে করিয়ে দেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা গ্লোবাল টাইমসের বরাতে এ খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম এনডিটিভি।

শেনজেনের থার্ড পিপলস হাসপাতালের প্রধান লু হংঝু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নতুন এই ধরণটি মিউটেশনের মধ্য দিয়ে যাচ্ছে। শীতের প্রকোপ যতই বাড়ছে সাধারণ জনগণের রোগের বিরুদ্ধে লড়াইয়ের সক্ষমতা ও অ্যান্টিবডির মাত্রা কমছে। শীতের মৌসুমে কোভিড-১৯-এর ঘটনা বেড়ে যায় উল্লেখ করে লু হংঝু আরও বলেন, শরৎ এবং শীতকালে ইনফ্লুয়েঞ্জারে আক্রান্তের হার বেড়ে যায়। তাই বাসিন্দাদের সম্ভাব্য সহ-সংক্রমণের বিষয়েও সতর্ক হওয়া উচিত।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!