শীত এলো বাংলাতে শীত এলো ভাই
প্রকৃতির সাজ দেখে সব ভুলে যাই।
কুয়াশার রূপ আমি দেখি বারবার
শীত এলে শোভা বাড়ে এই বাংলার।
শীত এলে নবরূপে সাজে এই দেশ
প্রকৃতির মেলা দেখি ভালো লাগে বেশ।
রোদে বসে দাদু ভাই গল্প যে করে
পায়েসের আয়োজন সব ঘরে ঘরে।
চেয়ে দেখি ঘাসবনে শিশিরের খেলা
দারুণ যে অনুভূতি প্রভাতের বেলা।
খেজুরের রস থেকে কী মধুর ঘ্রাণ!
শীত এলে বাংলায় জুড়ায় এ প্রাণ।
মেঠো পথে হাঁটি আমি ভরে যায় বুক
শীত এলো বাংলাতে মনে জাগে সুখ।
কী দারুণ! সূর্যের সোনা ঝরা আলো
লেপ-কাঁথা মুড়ি দিয়ে ঘুম হয় ভালো।
খুলনা গেজেট/ এএজে