করোনাভাইরাসের কারণে কড়া প্রটোকলের মধ্যে ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ করে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম পর্যায়ের অনুশীলন শেষে মঙ্গলবার থেকে ঈদের ছুটিতে যাচ্ছেন ক্রিকেটাররা। অনুশীলনের ব্যবস্থা করে দেয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন, উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। তার বিশ্বাস এই অনুশীলন পরবর্তীতে শীঘ্রই মাঠে খেলায় ফিরতে পারবেন।
বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় সোহান বলেন, ‘বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই আমাদের অনুশীলনের সুযোগ করে দেয়ার জন্য। অবশ্যই এটা কঠিন পরিস্থিতি ছিল। আমার কাছে মনে হয় এটা আমাদের অনেক সাহস যুগিয়েছে।’
ঈদের ছুটির পর আবারও ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থা করবে বিসিবি। প্রাথমিকভাবে আট দিনের ব্যক্তিগত অনুশীলনের সূচি দিয়েছিল বিসিবি। তবে ক্রিকেটারদের অনুরোধে অনুশীলনের জন্য দুই দিন বাড়ানো হয়। সোহানের বিশ্বাস এই অনুশীলই দ্রুত খেলায় ফিরতে সাহায্য করবে।
তিনি বলেন, ‘৪ মাস ধরে বাসায় থেকে আমরা নিজেরাই দুশ্চিন্তায় ছিলাম এবং নিজেদের ফিটনেস-স্কিল নিয়ে চিন্তিত ছিলাম। আমার মনে হয় ভবিষ্যতে এটা আমাদের সাহস যোগাবে। এই অনুশীলনের মাধ্যমেই আমরা আশাবাদী হচ্ছি, যে খুব শ্রীঘ্রই আমরা খেলায় ফিরে আসতে পারবো।’
খুলনা গেজেট/এএমআর