খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রীতি ম্যাচ : মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ, সিরিজ শেষ হলো ১-১ সামতায়
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

শীঘ্রই দেশে ফিরছেন মিজানুর রহমান আজহারী

গেজেট ডেস্ক 

শীঘ্রই দেশে ফিরছেন বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। পাশাপাশি এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব ও সমর্থন দিয়েছেন তাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

আজ মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক পেজে এসব কথা বলেন তিনি।

বক্তব্যের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করেন মিজানুর রহমান আজহারী জানান, গণবিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ দেখার সুযোগ করে দেওয়ায় এবং এই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব ও সমর্থন দিয়েছেন তাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি বলেন, ‘এই গণবিপ্লব বাস্তবায়নে যারা নিজেদের তাজা রক্ত বিলিয়ে দিয়ে শাহাদাত বরণ করেছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফেরাত কামনা করছি। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদেরও সুস্থতা কামনা করছি।’

এই বক্তা বলেন, ‘যে সকল মুক্তিযোদ্ধা সামনে থেকে এই বিপ্লবকে নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সমন্বয়কদের যারা এখন পর্যন্ত নিরলস পরিশ্রম করছেন তাদের সকলকে শ্রদ্ধা ও সালাম জানাচ্ছি।’

এর আগে মঙ্গলবার (৬ জুলাই) ভোরে সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাস আজহারী লেখেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠনে কালক্ষেপণ ঠিক হচ্ছে না। খুব দ্রুত এটা করে ফেলা দরকার ছিল। তিনি বলেন, যতো দেরি ততো আশঙ্কা।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!