খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রীতি ম্যাচ : মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ, সিরিজ শেষ হলো ১-১ সামতায়
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ
মতবিনিময় সভায় বক্তারা

‘শিশু পাচার প্রতিরোধে সকলকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে’

বাগেরহাট প্রতিনিধি

‘শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় সকলকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে।সভা ও সেমিনারে বক্তব্য দিয়েই শেষ নয়, সামাজিক ভাবে যার যার অবস্থান থেকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কাজ করলে শিশু পাচার রোধ করা সম্ভব।এক্ষেত্রে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ভাবে সচেতনতা বাড়াতে হবে।’

বুধবার দুপুরে বাগেরহাট শহরের খারদ্বার এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ কার্যালয়ে শিশু পাচার বিষয়ক সরকারি কর্মকর্তা ও এনজিও সমন্বয়ে জেলা পর্যায়ে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

ইনসিডিন বাংলাদেশের সহযোগিতায় উদয়ন বাংলাদেশের আয়োজনে মতবিনিময় সভায় সাংবাদিক ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম।

এছাড়া আরও বক্তৃতা করেন জেলা কালচারার কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসাদুর রহমান, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম, গনশক্তির নির্বাহী পরিচালক মো. সরোয়ার হোসেন, সাংবাদিক আলী আকবর টুটুল,উদয়ন বাংলাদেশের নির্বাহি পরিচালক শেখ আসাদ প্রমুখ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!