৫ বছরের শিশু আয়ানের মৃত্যুর ঘটনা তদন্ত করে আগামী ১২ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। সোমবার (৮ জানুয়ারি) জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের স্বাক্ষরিত একটি চিঠি স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।
কমিশনের উপ-পরিচালক এম.রবিউল ইসলাম চিঠির বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।
চিঠিতে বলা হয়েছে, ভুল চিকিৎসা বা চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু অথবা কোনো ক্ষতি ‘মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন’। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত শিশু আয়ানের মৃত্যৃর খবর জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এসেছে। শিশুটির বাবা অভিযোগ করেছে, খাতনা করার সময় আংশিক এনেস্থেসিয়া দেয়া করার কথা। কিন্তু আয়ানকে পুরো এনেস্থেসিয়া দেয়া হয়েছে। এজন্য হাসপাতাল কোনো অনুমতিও নেয়নি।
কমিশন বলছে, সুন্নতে খৎনার ঘটনায় পরিবারের বিনা অনুমতিতে ভুক্তভোগী শিশুর পুরো শরীরে এনেস্থেসিয়া প্রয়োগ এবং এর ফলে উক্ত শিশুর মৃত্যু ঘটার বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। অভিযোগের নিবিড় তদন্তপূর্বক সত্যতা যাচাই করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ শাস্তি এবং একইসঙ্গে ক্ষতিপূরণ আদায় করা আবশ্যক। এ অবস্থায় অভিযোগের বিষয়টি অনতিবিলম্বে কমিশনে প্রেরণের জন্য স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে বলা হলো।
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এনেস্থেসিয়া বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বণিক বলেন, রোগীর অভিভাবকের অনুমতি ছাড়া এনেস্থেসিয়া দেয়া ঠিক নয়। এটি একটি ঝুঁকির বিষয়। তাই অবশ্যই অনুমতি পত্রে রোগীর স্বজনের স্বাক্ষর নিতে হবে।
প্রসঙ্গত, রাজধানীর বাড্ডায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খাতনা করাতে গিয়ে আয়ান নামের ৫ বছরের এক শিশু মারা গেছে। আয়ানের বাবা শামিম আহমেদ অভিযোগ করেন, হাসপাতালের অব্যবস্থাপনার কারণে তার সন্তানের মৃত্যু হয়েছে। গত ৩১ ডিসেম্বর আয়ানকে ফুল এনেস্থেশিয়া (জেনারেল) দিয়ে খাতনা করায় সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। অপারেশনের কয়েক ঘণ্টা পরও জ্ঞান না ফেরায় সেখান থেকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয় আয়ানকে। সেখানে সাত দিন পিআইসিইউতে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) লাইফ সাপোর্টে রাখার পর রোববার (৭ জানুয়ারি) মাঝরাতের দিকে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এ ঘটনার তদন্তে ইউনাইটেড হাসপাতাল একটি তদন্ত কমিটি গঠন করেছে। রোববার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে আয়ানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ।
খুলনা গেজেট/ টিএ