সঙ্গীত অঙ্গনের ক্ষণজন্মা কিংবদন্তী শিল্পী, ক্লোজ-আপ তারকা, তরুণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিনা আবিদ শাহরিয়ার-এর ১২তম প্রয়াণ বার্ষিকী শনিবার (২৯ জুলাই)। ২০১১ সালে কক্সবাজার সমুদ্র সৈকতে আরো দু’জন সতীর্থদের সাথে সলিল সমাধিতে প্রাণ হারান।
শিল্পী আবিদ এন টিভির ক্লোজ-আপ বাংলাদেশ তোমাকে খুঁজছে সঙ্গীত প্রতিযোগিতার মাধ্যমে দর্শক-স্রোতাদের মনযোগ আকর্ষণ করেন। শিল্পী আবিদের দেশবোধের পরিচয় পাওয়া যায় তাঁর উচ্চারণের মধ্যে “আমি গান করি দেশের জন্য, দেশের মানুষের মুখে হাসি ফোটাবার জন্য।” শিল্পী আবিদের শিল্পীসুলভ আচরণ, মানুষের প্রতি দায়বোধ, রুচিশীলতা সর্বোপরি দেশবোধে তখন তরুণ সমাজ ঘুরে দাঁড়ায় এবং সে কারণে আবিদের চিরবিদায়ে দেশে-বিদেশে অগণিত ভক্ত-শ্রোতারা কান্নার আহাজারিতে ভাসতে থাকে। আমরা লক্ষ্য করেছি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার, এন টিভি প্রাঙ্গণ আর তাঁর শহীদ হাদিস পার্কের বর্ষণমুখর সন্ধ্যার জানাজায় অসংখ্য মানুষের ঢল।
শিল্পী আবিদ স্মৃতি পরিষদ শিল্পীর স্মরণে প্রতি বছর শীত মৌসুমে ‘শিল্পী আবিদ উৎসব’, ‘জুলাই স্মরণানুষ্ঠান’সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবং তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয় ও পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
খুলনা গেজেট/কেডি