খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
  ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
  যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুটোতেই আগুন, পুড়ে নিহত ৪

শিরোমণি বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সভা

ফুলবাড়িগেট প্রতিনিধি

শিরোমণি বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সভা শনিবার সকাল ১১ টায় প্রতিষ্ঠানের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে এবং হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আব্দুর রবের সঞ্চালনায় এ সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের ট্রেজারার ডা. সৈয়দা লুৎফুন নাহার, ট্রাস্টি সদস্য শেখ আকরাম হোসেন, মিসেস হালিমা ইসলাম, বি এম এ সালাম, এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু। সভায় ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে ভিডিও কনফারেন্সে যোগদেন ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, ট্রাস্টি সদস্য প্রফেসর কাজী শহিদুল আলম, সৈয়দ হাফিজুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি।

সভায় হাসপাতালের চিকিৎসার মানোন্নয়নের গুরুত্বপুর্ণ বিভিন্ন বিষয় উপস্থাপন এবং বিষয়গুলো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!