২০২৪-২৫ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি। নতুন অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৯৪ হাজার ৭১০ কোটি টাকা যা চলতি অর্থবছরের তুলনায় ৬ হাজার ৫৪৭ কোটি টাকা বেশি। চলমান ২০২৩-২৪ অর্থবছরে শিক্ষা খাতে বাজেট ছিল ৮৮ হাজার ১৬৩ কোটি টাকা।
শিক্ষা বাজেটের প্রস্তাব তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ২০৪২ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বে পরিণত করতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলতে হবে এবং সরকার সে লক্ষ্যে কাজ করছে।
প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষার জন্য ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষায় বাজেট ছিল ৩৪ হাজার ৭২২ কোটি টাকা। মাধ্যমিক ও উচ্চশিক্ষার জন্য বাজেটে প্রস্তাবিত বরাদ্দের পরিমাণ ৪৪ হাজার ১০৮ কোটি টাকা। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৪২ হাজার ৮৩৯ কোটি টাকা। এছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় ১১ হাজার ৭৮৩ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে যা চলতি অর্থবছরে ছিল ১০ হাজার ৬০২ কোটি টাকা।
খুলন্বা গেজেট/ টিএ