টানা ৫ম দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ (৭জুলাই) সোমবার খুলনার ছাছিবুনিয়া বিশ্বরোড অবরোধ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম “Thought behind The KU” এর পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে সুপেয় পানি ব্যবস্থা এবং Thought Behind KU এর পেজের পক্ষ থেকে আন্দোলনের অবস্থা সরাসরি লাইভের মাধ্যমে জানানো হয়।
এ প্রসঙ্গে টিবিটির চিফ অপারেটিং ম্যানেজার মাহফুজুর রহমান বলেন,প্রতিষ্ঠার শুরু থেকেই থট বিহাইন্ড দ্যা কেইউ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিন্তাভাবনা প্রচার করে আসছে। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবি আদায়ে সব সময় পাশে আছে। এরই ধারাবাহিকতায় আমরা কোটা বিরোধী আন্দোলনে অনলাইন এবং অফলাই উভয় মাধ্যমে শিক্ষার্থীদের পাশে আছি। আজকে আন্দোলনকারীদের পানি পান করানো আমাদের কোটা বিরোধী আন্দোলন সংহতি জানানোরই একটা অংশ।
এক্সিকিউটিভ ডিরেক্টর দুর্জয় সাহা বলেন, সারাদেশব্যাপী সময়োপযোগী এই কোটা বিরোধী আন্দোলনে সারাদেশের ন্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের আন্দোলন অব্যাহত রেখেছে। আর তাদের এই যোগ্য দাবি আদায়ে সর্বোত্তম পাশে থাকার চেষ্টা করছে খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংগঠন এবং অনলাইন ভিত্তিক প্লাটফর্ম Thoughts behind the KU.
উল্লেখ্য, টিবিটিকেইউ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত প্রথম অনলাইন ভিত্তিক সংগঠন।
খুলনা গেজেট/কেডি