কোটা সংস্কারের এক দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে নগরীর জিরোপয়েন্ট মোড়ে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন শিক্ষকরা। এর আগে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে শিক্ষকরা মানববন্ধন করেছে।
আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে শিক্ষকরা বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আপনারা ধৈয্যের সাথে যেভাবে অহিংস আন্দোলন করছেন দাবির জন্য লড়ে যাচ্ছেন সেভাবে অহিংস থাকবেন। শিক্ষার্থীরা যে দ্রুত বাসায় ফিরতে পারে ও আশু সমাধান প্রত্যাশা করছি।
এদিকে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে খুবি শিক্ষকরা। মানববন্ধনে বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। এরমধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সহমত ও সহমর্মিতা ঘোষণা করা হয়েছে। দ্রুত শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে কোটা সংস্কার করার দাবি জানানো হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর বর্বর হামলার প্রতি তীব্র ঘৃণা ও নিন্দা প্রকাশ করা হয়েছে। প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির ব্যবস্থা করার জন্য দাবি জানানো হয়েছে। আর যদি কোথায় প্রাণপ্রিয় শিক্ষার্থীদের উপর হামলা হয় তাহলে ছাত্র-শিক্ষক ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেওয়া হবে।
খুলনা গেজেট/এমএম