মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্যা আমির হোসেন বলেছেন, অনলাইন ক্লাসের মাধ্যমে জাতি এক অনন্য যুগে প্রবেশ করেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিকায়নের রূপকর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ এখন সবকিছুই অনলাইনে সম্ভব। অনিয়ম-দুর্নীতি ও ভোগান্তি ছাড়াই ঘরে বসে অনলাইনের মাধ্যমে যশোর বোর্ডের সব কাজ করছেন শিক্ষকরা। শিক্ষার্থীদেরও আধুনিক বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টায় উপজেলা সদরের শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে অনলাইন ক্লাস পরিদর্শন ও উপজেলার সকল মাধ্যমিক শিক্ষকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা খান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কেএম আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী দপ্তরের সিএ নওশের আলী, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, বাদশা খান, জিয়াউর রহমান স্বাধীন, মাহবুর রহমান, জাফরোজা খানম, সোনিয়া রহমান, মোঃ সাইদুর রহমান, মাহবুবা নসরিন কেয়া, সৈয়দ আরিফুল ইসলাম, মনিরুজ্জামান, আ’লীগ নেতা এফএম মনিরুজ্জামান ও শেখ শামীম হাসান প্রমুখ। অনুষ্ঠান শেষে বোর্ড চেয়ারম্যান স্বপরিবারে তেরখাদার পদ্মবিল পরিদর্শন করেন।
খুলনা গেজেট / এমএম