প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিশ্ব এগিয়ে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, আমাদেরও এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সেজন্য শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী করা একান্তভাবে অপরিহার্য।’
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বিজ্ঞান প্রযুক্তিতে বিশ্ব যখন এগিয়ে যায়, তখন কোনোভাবে দেশ পিছিয়ে থাকতে পারে না।
গণভবনে সোমবার সকালে জাতীয় শিক্ষাক্রম রূপরেখার খসড়ায় উপস্থাপনের সময় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
তিনি বলেন, ‘বিশ্ব এগিয়ে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, আমাদেরও এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সেজন্য শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী করা একান্তভাবে অপরিহার্য।’
সরকার প্রধান বলেন, ‘আমাদের যে নীতিমালা আছে, নীতিমালার ভিত্তিতে আমরা করব। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আর বিজ্ঞান-প্রযুক্তি জ্ঞানের ক্ষেত্রে যখন বিশ্ব এগিয়ে যায়, আমরা কোনো মতেই পিছিয়ে থাকতে পারি না।’
একসময় দেশে প্রাক-প্রাথমিক শিক্ষার সুযোগ ছিল না জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা এসে সেটাও করে দিয়েছিলাম। স্কুলে যাবার আগে, সেখানে তারা যেন খেলাধুলার মধ্য দিয়ে, ছেলে-মেয়েরা যেন স্কুলে যাবার প্রতি আগ্রহটা বাড়ে বা ছোটবেলা থেকে এটা শেখে- সে জন্য।’
দেশের যেসব এলাকায় বিদ্যালয় নেই, সেখানে বিদ্যালয় নির্মাণ করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘নদী-নালা-খাল-বিলের দেশ আমাদের, সে জন্য শিশুদের যাতায়াতের অবস্থাটা বিবেচনা করেই কিন্তু বিভিন্ন এলাকায় আমরা স্কুল তৈরি করে দেয়ার ব্যবস্থা নিয়েছি।’
খুলনা গেজেট/এনএম